হিলি স্থলবন্দর, প্রতিনিধি
কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখতে ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র বা আইপি দেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরের সততা বাণিজ্যালয় ও হিলি শিপিং ট্রেডার্স নামের দুটি আমদানি কারক প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পত্র বা আইপি পেয়েছে। আজ শনিবার দুপুরের পর বন্দর দিয়ে ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ভারতের কুচবিহার ও বিহার থেকে এসব কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে আমদানিকারক এ দুটি প্রতিষ্ঠান।
আমদানিকারক বাবলু রহমান জানান, সরকার কাঁচা মরিচ আমদানি অনুমতি পত্র দেওয়ার পর তারা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছেন। দেশের বাজারে কাঁচা মরিচের দাম ২০০ থেকে ২৫০ টাকা ছাড়িয়ে গেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি স্বাভাবিক থাকলে কাঁচা মরিচের দাম অচিরেই কমে আসবে। শনিবার হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দরে পাইকারপত্র কম থাকায় আমদানি করা এসব কাঁচা মরিচ নিজ চালানে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন তারা। তারা আশা করছেন দুই চার দিনের ভেতরে কাঁচামরিচের দাম অনেকটাই কমে আসবে।
কাঁচামরিচ কিনতে আসা শফিকুল ইসলাম জানান, পাইকার পত্র কম থাকায় আমদানিকারকেরা এসব কাঁচা মরিচ বন্দরে বিক্রি না করে নিজ চালানে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। আমদানি করা এসব কাঁচামরিচ বাজারে সরবরাহ হলে মরিচের দাম অনেকটা কমে আসবে।
পানামা হিলি পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব পণ্য ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করে নিয়ে যেতে পারে, এ জন্য বন্দর কর্তৃপক্ষ বাড়তি ব্যবস্থা করে রেখেছে।
কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখতে ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র বা আইপি দেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরের সততা বাণিজ্যালয় ও হিলি শিপিং ট্রেডার্স নামের দুটি আমদানি কারক প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পত্র বা আইপি পেয়েছে। আজ শনিবার দুপুরের পর বন্দর দিয়ে ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ভারতের কুচবিহার ও বিহার থেকে এসব কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে আমদানিকারক এ দুটি প্রতিষ্ঠান।
আমদানিকারক বাবলু রহমান জানান, সরকার কাঁচা মরিচ আমদানি অনুমতি পত্র দেওয়ার পর তারা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছেন। দেশের বাজারে কাঁচা মরিচের দাম ২০০ থেকে ২৫০ টাকা ছাড়িয়ে গেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি স্বাভাবিক থাকলে কাঁচা মরিচের দাম অচিরেই কমে আসবে। শনিবার হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দরে পাইকারপত্র কম থাকায় আমদানি করা এসব কাঁচা মরিচ নিজ চালানে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন তারা। তারা আশা করছেন দুই চার দিনের ভেতরে কাঁচামরিচের দাম অনেকটাই কমে আসবে।
কাঁচামরিচ কিনতে আসা শফিকুল ইসলাম জানান, পাইকার পত্র কম থাকায় আমদানিকারকেরা এসব কাঁচা মরিচ বন্দরে বিক্রি না করে নিজ চালানে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। আমদানি করা এসব কাঁচামরিচ বাজারে সরবরাহ হলে মরিচের দাম অনেকটা কমে আসবে।
পানামা হিলি পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব পণ্য ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করে নিয়ে যেতে পারে, এ জন্য বন্দর কর্তৃপক্ষ বাড়তি ব্যবস্থা করে রেখেছে।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৮ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪৩ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
২ ঘণ্টা আগে