Ajker Patrika

চাকরির তদবিরের জন্য সাক্ষাৎ করা যাবে না: পঞ্চগড়ের ডিসি

পঞ্চগড় প্রতিনিধি
জেলা প্রশাসকের কার্যালয়ে সাঁটানো পোস্টার। ছবি: আজকের পত্রিকা
জেলা প্রশাসকের কার্যালয়ে সাঁটানো পোস্টার। ছবি: আজকের পত্রিকা

‘চাকরির জন্য তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ’—এমন সতর্কবার্তা দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। জেলা প্রশাসকের কার্যালয়ে সাঁটানো হয়েছে একটি পোস্টার, যেখানে লেখা রয়েছে, ‘চাকরির তদবিরের জন্য জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করা যাবে না। চাকরির জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।’

সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে ৪৬টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রায় ৫০০০ জন চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘সরকারি নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতেই হবে চূড়ান্ত নির্বাচন। তদবিরের কোনো সুযোগ নেই।’

চাকরি প্রত্যাশীদের মধ্যেও এই সতর্ক বার্তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। পরীক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘ডিসি স্যার যেটা করছেন সেটা খুবই ভালো। আমাদের মতো সাধারণ মানুষের একটা বিশ্বাস তৈরি হচ্ছে যে, চাকরি পেতে এখন শুধু পড়ালেখা করলেই চলবে।’ আরেক পরীক্ষার্থী নিশাত তাসনিম বলেন, ‘এমন উদ্যোগ থাকলে সমাজে অন্যায়ভাবে চাকরি পাওয়ার প্রবণতা কমবে। যোগ্যদেরই সুযোগ মিলবে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য কেন্দ্রভিত্তিক সময়সূচি ও অন্যান্য নির্দেশনা জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

এ দিকে সতর্ক বার্তা ও প্রচারণা চালানোর কারণে পঞ্চগড়ের চাকরি প্রত্যাশীদের মধ্যে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার আশ্বাস তৈরি হয়েছে। অনেকে বলছেন, অন্যান্য জেলাতেও এমন দৃষ্টান্ত অনুসরণ করা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত