Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ১৩ বছর পর আসামির মৃত্যুদণ্ড

নীলফামারী প্রতিনিধি
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ১৩ বছর পর আসামির মৃত্যুদণ্ড

নীলফামারীর জলঢাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ১৩ বছর পর অভিযুক্ত মাহমুদার রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত। আজ বুধবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনছুর আলী এ রায় ঘোষণা করেন। এ সময় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ওই আসামিকে। 

দণ্ডপ্রাপ্ত আসামি মাহমুদার রহমান জেলার জলঢাকা উপজেলার দুন্দিবাড়ি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জলঢাকা উপজেলায় স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের পর গলায় ওড়নার ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন মাহমুদার। এ সময় পালানোর চেষ্টা করলে ওই স্কুলছাত্রীর বাবা মাহমুদারকে দেখতে পান। পরে ঘরে গিয়ে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মাহমুদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

রাষ্ট্র পক্ষের আইনজীবী হারেজ মর্তুজা বাবুল বলেন, ‘আদালতের রায়ে পরিবার ও আমরা খুশি। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি আমাদের।’ 

এদিকে আদালতের রায়ে খুশি ভুক্তভোগীর পরিবার। তবে মেয়ের বিচারের দাবিতে লড়াই করা বাবা দেখে যেতে পারেননি মেয়ের হত্যার বিচার। আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণের কিছুদিন পরেই মারা গিয়েছেন তিনি। 

ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর ভাই বলেন, ‘বাবা মারা যাওয়ার আগেও বলেছিল যেন বোনের বিচার না পাওয়া অবধি লড়াই করি। আজ মন শান্ত, এখন রায় কার্যকরের অপেক্ষা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত