প্রতিনিধি, বোদা (পঞ্চগড়)
গর্ভবতী ও সন্তান নেই তবুও পেলেন মাতৃ ভাতা। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিঁড়ি ইউনিয়নে। এ ব্যাপারে ওই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অবৈধভাবে মাতৃ ভাতা বন্ধের দাবিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে মাতৃ ভাতার জন্য প্রণয়ন দেওয়া হয়। প্রণয়নকৃত তালিকা অনুযায়ী মাতৃ ভাতার প্রথম অবস্থায় সাড়ে ৯ হাজার করে টাকা পাবেন প্রসূতিরা। এরই মধ্যে তাঁদের মোবাইলে সে টাকা জমা হয়েছে। দু'একদিনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট হলে সে টাকা তোলা যাবে।
বোদার ঝলইশালশিড়ি ইউনিয়নে ১৫৬ জন প্রসূতি মা মাতৃ ভাতার জন্য মনোনীত হন। তাঁদের মধ্যে প্রায় অর্ধেকের অনিয়মের মাধ্যমে কার্ড হয়েছে। তাঁদের মধ্যে কারও সন্তান না থেকেও পেয়েছেন মাতৃ ভাতার কার্ড। অনেকে এলাকায় থাকেন না আবার অনেকের সন্তান লেখাপড়া করছেন স্কুলে। এমন মানুষও মাতৃ ভাতার জন্য মনোনীত হন।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, ওই ইউনিয়নের ইউপি সদস্যা মেরিনা আক্তারের নামে মাতৃ ভাতার কার্ডপ্রাপ্ত হয়েছেন। অথচ মেরিনা আক্তারের নেই কোন শিশু সন্তান। সবচেয়ে যে ছোট সন্তানটি রয়েছে তারও বয়স ১২ বছর। পরে দ্বিতীয় শ্রেণিতে। একই অবস্থা সে ইউনিয়নের অ্যাকটিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের সুপারভাইজার মোছা: বুলবুলি আক্তারের। তারও নেই কোন সন্তান। সেও মাতৃ ভাতার কার্ড পেয়েছেন।
মেরিনা ও বুলবুলি নামে দুজন বলেন, আমাদের সন্তান নেই। তবুও মাতৃ ভাতা পেয়েছি। জানি এটা ঠিক না। অনেকে এভাবে নিয়ে আসছেন। আমরাও সে সুযোগ নিয়েছি।
ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমিসহ ৩ জন ইউপি সদস্য এটি তৈরি করি। তবে তাঁদের বরাদ্দ পাওয়া তালিকায় মেম্বার মেরিনার যে নাম ছিল সেটি আমি দেখিনি। আর বুলবুলি'র নামটি আমি অনেক পরে জেনেছি।
নাম না প্রকাশে একজন সুবিধাভোগী জানান, যাদের সন্তান নেই তাঁদের প্রথমে যে কাজটি করতে হয় সেটি হল, বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজিতে গিয়ে ভুয়া (গর্ভবতী আছে) একটি কাগজপত্র নেওয়া। তবে এ ক্ষেত্রে তাঁদের দিতে হয় ২ হাজার টাকা।
অভিযোগ রয়েছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় যারা মনোনীত হয়েছেন তাঁদের অর্ধেকের ক্ষেত্রে রয়েছে অভিযোগ। বোদা মহিলা বিষয়ক অফিসকে ম্যানেজ করে বছর পর বছর ধরে এ অনিয়ম চলে আসছে। তবে এ নিয়মের জন্য সবচেয়ে বেশি যাকে দোষারোপ করা হচ্ছে সে বোদা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অ্যাকাউন্টে মিন্টু। লোকবল কম থাকায় প্রায় সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আরও ৩টি উপজেলা দেখভাল করতে হয়। সে সুযোগে মিন্টু মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কাজগুলো করে আসছেন।
এ বিষয়ে মিন্টু বলেন, কিছু কিছু ব্যক্তির এমন সুপারিশ আসে যেগুলো তালিকা থেকে বাদ দেওয়া কঠিন হয়। সে কারণে অনেক সময় কিছু অনিয়ম হয়। আর টাকা নিয়ে কার্ড করে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান জানান, আমি সেখানকার দায়িত্বে আছি ঠিকই কিন্তু এর বাইরেও আমাকে আরও কয়েকটি উপজেলা চালাতে হয়। সে কারণে আমি অতটা লক্ষ্য রাখতে পারি না। তবে মিন্টু সব ঠিক করে আমাকে দিলে আমি সেটাতে স্বাক্ষর করি।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এটি সাধারণত ইউনিয়ন পরিষদ থেকে কার্যকর হয়। আর এটি যাচাই বাছাই করার কথা সংশ্লিষ্ট কমিটির। এরপরে যদি অভিযোগ আসে তাহলে বিষয়টি আমি খতিয়ে দেখব।
গর্ভবতী ও সন্তান নেই তবুও পেলেন মাতৃ ভাতা। সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিঁড়ি ইউনিয়নে। এ ব্যাপারে ওই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অবৈধভাবে মাতৃ ভাতা বন্ধের দাবিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে মাতৃ ভাতার জন্য প্রণয়ন দেওয়া হয়। প্রণয়নকৃত তালিকা অনুযায়ী মাতৃ ভাতার প্রথম অবস্থায় সাড়ে ৯ হাজার করে টাকা পাবেন প্রসূতিরা। এরই মধ্যে তাঁদের মোবাইলে সে টাকা জমা হয়েছে। দু'একদিনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট হলে সে টাকা তোলা যাবে।
বোদার ঝলইশালশিড়ি ইউনিয়নে ১৫৬ জন প্রসূতি মা মাতৃ ভাতার জন্য মনোনীত হন। তাঁদের মধ্যে প্রায় অর্ধেকের অনিয়মের মাধ্যমে কার্ড হয়েছে। তাঁদের মধ্যে কারও সন্তান না থেকেও পেয়েছেন মাতৃ ভাতার কার্ড। অনেকে এলাকায় থাকেন না আবার অনেকের সন্তান লেখাপড়া করছেন স্কুলে। এমন মানুষও মাতৃ ভাতার জন্য মনোনীত হন।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, ওই ইউনিয়নের ইউপি সদস্যা মেরিনা আক্তারের নামে মাতৃ ভাতার কার্ডপ্রাপ্ত হয়েছেন। অথচ মেরিনা আক্তারের নেই কোন শিশু সন্তান। সবচেয়ে যে ছোট সন্তানটি রয়েছে তারও বয়স ১২ বছর। পরে দ্বিতীয় শ্রেণিতে। একই অবস্থা সে ইউনিয়নের অ্যাকটিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের সুপারভাইজার মোছা: বুলবুলি আক্তারের। তারও নেই কোন সন্তান। সেও মাতৃ ভাতার কার্ড পেয়েছেন।
মেরিনা ও বুলবুলি নামে দুজন বলেন, আমাদের সন্তান নেই। তবুও মাতৃ ভাতা পেয়েছি। জানি এটা ঠিক না। অনেকে এভাবে নিয়ে আসছেন। আমরাও সে সুযোগ নিয়েছি।
ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমিসহ ৩ জন ইউপি সদস্য এটি তৈরি করি। তবে তাঁদের বরাদ্দ পাওয়া তালিকায় মেম্বার মেরিনার যে নাম ছিল সেটি আমি দেখিনি। আর বুলবুলি'র নামটি আমি অনেক পরে জেনেছি।
নাম না প্রকাশে একজন সুবিধাভোগী জানান, যাদের সন্তান নেই তাঁদের প্রথমে যে কাজটি করতে হয় সেটি হল, বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজিতে গিয়ে ভুয়া (গর্ভবতী আছে) একটি কাগজপত্র নেওয়া। তবে এ ক্ষেত্রে তাঁদের দিতে হয় ২ হাজার টাকা।
অভিযোগ রয়েছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় যারা মনোনীত হয়েছেন তাঁদের অর্ধেকের ক্ষেত্রে রয়েছে অভিযোগ। বোদা মহিলা বিষয়ক অফিসকে ম্যানেজ করে বছর পর বছর ধরে এ অনিয়ম চলে আসছে। তবে এ নিয়মের জন্য সবচেয়ে বেশি যাকে দোষারোপ করা হচ্ছে সে বোদা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অ্যাকাউন্টে মিন্টু। লোকবল কম থাকায় প্রায় সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আরও ৩টি উপজেলা দেখভাল করতে হয়। সে সুযোগে মিন্টু মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কাজগুলো করে আসছেন।
এ বিষয়ে মিন্টু বলেন, কিছু কিছু ব্যক্তির এমন সুপারিশ আসে যেগুলো তালিকা থেকে বাদ দেওয়া কঠিন হয়। সে কারণে অনেক সময় কিছু অনিয়ম হয়। আর টাকা নিয়ে কার্ড করে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান জানান, আমি সেখানকার দায়িত্বে আছি ঠিকই কিন্তু এর বাইরেও আমাকে আরও কয়েকটি উপজেলা চালাতে হয়। সে কারণে আমি অতটা লক্ষ্য রাখতে পারি না। তবে মিন্টু সব ঠিক করে আমাকে দিলে আমি সেটাতে স্বাক্ষর করি।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এটি সাধারণত ইউনিয়ন পরিষদ থেকে কার্যকর হয়। আর এটি যাচাই বাছাই করার কথা সংশ্লিষ্ট কমিটির। এরপরে যদি অভিযোগ আসে তাহলে বিষয়টি আমি খতিয়ে দেখব।
পিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
২ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৬ মিনিট আগেচারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট–টাই, গায়ে কালো রঙের গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে সবাই একত্রিত। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকেই ছবি তুলছেন। কেউ নিজের গা থেকে গাউন খুলে মা–বাবার গায়ে পরিয়ে দিচ্ছেন...
৯ মিনিট আগেছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল শিল্পকলা একাডেমিতে অচলাবস্থা তৈরি হয়েছে। পাঁচ মাস ধরে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিকল থাকায় হল ভাড়া নিচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এদিকে সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাতেও...
১৭ মিনিট আগে