সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে হাজির আরিফুল ইসলাম। নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাবেন ঢাকায়। তাঁর হাতে ‘ঞ’ বগির টিকিট। টিকিট নিয়ে বগি খুঁজছেন তিনি। আশপাশের সব বগি থাকলেও নেই শুধু ‘ঞ’ বগি।
আরিফুল ইসলাম শুধু একা নন, তাঁর মতো অন্য যাত্রীরাও টিকিট হাতে নিয়ে বগিটি খোঁজার জন্য ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় ছুটতে থাকেন। উৎকণ্ঠা নিয়ে তাঁদের সবার প্রশ্ন, ‘ঞ’ বগিটা গেল কোথায়?
একপর্যায়ে জানা গেল, মেরামতের জন্য ‘ঞ’ বগি খুলে রাখা হয়েছে। সে কারণেই বগিটি ছাড়া ট্রেনটি চলছে। তোপের মুখে অবশেষে অনেক যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আবার টিকিট নিয়ে হুড়োহুড়ি করে অন্য বগিতে উঠতে গিয়ে আহত হন প্রায় ১০ জন যাত্রী। পরে প্রায় দেড় ঘণ্টা দেরি করে সৈয়দপুর রেলস্টেশন ছাড়ে নীলসাগর এক্সপ্রেস। গত সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস টেনটি চিলাহাটিতে গমন করে। সেখানে ট্রেন পরীক্ষক ট্রেনটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় ট্রেনটির সৈয়দপুরের জন্য বরাদ্দ ৯২ আসনের পেছনের ৭৬৬ নম্বর ‘ঞ’ বগির যান্ত্রিক ত্রুটি পেয়ে সঙ্গে সঙ্গে তা ড্যামেজ ঘোষণা করেন। বগিটি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই দিন রাত ৯টায় এই বগির আসনে টিকিট ক্রয় করা যাত্রীরা হাজির হন স্টেশনে। ট্রেনটি চিলাহাটি থেকে সৈয়দপুরে পৌঁছালে যাত্রীরা টিকিটের আসন পেতে উল্লেখিত বগি খুঁজতে ছুটোছুটি করে। সামনে বা পেছনে কোথাও খুঁজে পাননি বগিটি। পরে স্টেশনের মাইকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বগিটি খুলে রাখা হয়েছে। ইচ্ছে করলে কেউ দাঁড়িয়ে অন্য বগিতে যেতে পারবেন, তা না হলে টাকা ফেরত দেওয়া হবে। এই ঘোষণার পর অনেকে টাকা ফেরত নিলেও অধিকাংশ যাত্রী অন্য বগিতে ওঠেন।
মতিউর রহমান (৪০) নামে এক যাত্রী বলেন, হুড়োহুড়িতে ট্রেনে ওঠার সময় পকেট থেকে ১০ হাজার টাকা খোয়া গেছে। আহসান হাবিব নামের এক যাত্রী জানান, ঢাকার বেসরকারি একটি ফার্মে যোগ দেবেন। তাই বাধ্য হয়ে আসনের টিকিট নিয়ে দাঁড়িয়েই ৪০০ কিলোমিটারের পথ ভ্রমণ করছেন তিনি।
এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, ‘প্রতি ১ হাজার কিলোমিটার পর ট্রেনের ফিটনেস পরীক্ষা করতে হয়। ওই দিন চিলাহাটি স্টেশনে ট্রেন পরীক্ষক ওই কোচের যান্ত্রিক ত্রুটি পেয়ে কোচটি ড্যামেজ ঘোষণা করেন। পরে মাইকিং করে জানানো হয় যাত্রীদের। এটি একটি দুর্ঘটনা। তাই আমাদের করার কিছুই নেই।’
ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে হাজির আরিফুল ইসলাম। নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাবেন ঢাকায়। তাঁর হাতে ‘ঞ’ বগির টিকিট। টিকিট নিয়ে বগি খুঁজছেন তিনি। আশপাশের সব বগি থাকলেও নেই শুধু ‘ঞ’ বগি।
আরিফুল ইসলাম শুধু একা নন, তাঁর মতো অন্য যাত্রীরাও টিকিট হাতে নিয়ে বগিটি খোঁজার জন্য ট্রেনের এক মাথা থেকে অন্য মাথায় ছুটতে থাকেন। উৎকণ্ঠা নিয়ে তাঁদের সবার প্রশ্ন, ‘ঞ’ বগিটা গেল কোথায়?
একপর্যায়ে জানা গেল, মেরামতের জন্য ‘ঞ’ বগি খুলে রাখা হয়েছে। সে কারণেই বগিটি ছাড়া ট্রেনটি চলছে। তোপের মুখে অবশেষে অনেক যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আবার টিকিট নিয়ে হুড়োহুড়ি করে অন্য বগিতে উঠতে গিয়ে আহত হন প্রায় ১০ জন যাত্রী। পরে প্রায় দেড় ঘণ্টা দেরি করে সৈয়দপুর রেলস্টেশন ছাড়ে নীলসাগর এক্সপ্রেস। গত সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস টেনটি চিলাহাটিতে গমন করে। সেখানে ট্রেন পরীক্ষক ট্রেনটি পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় ট্রেনটির সৈয়দপুরের জন্য বরাদ্দ ৯২ আসনের পেছনের ৭৬৬ নম্বর ‘ঞ’ বগির যান্ত্রিক ত্রুটি পেয়ে সঙ্গে সঙ্গে তা ড্যামেজ ঘোষণা করেন। বগিটি ছাড়াই ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই দিন রাত ৯টায় এই বগির আসনে টিকিট ক্রয় করা যাত্রীরা হাজির হন স্টেশনে। ট্রেনটি চিলাহাটি থেকে সৈয়দপুরে পৌঁছালে যাত্রীরা টিকিটের আসন পেতে উল্লেখিত বগি খুঁজতে ছুটোছুটি করে। সামনে বা পেছনে কোথাও খুঁজে পাননি বগিটি। পরে স্টেশনের মাইকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বগিটি খুলে রাখা হয়েছে। ইচ্ছে করলে কেউ দাঁড়িয়ে অন্য বগিতে যেতে পারবেন, তা না হলে টাকা ফেরত দেওয়া হবে। এই ঘোষণার পর অনেকে টাকা ফেরত নিলেও অধিকাংশ যাত্রী অন্য বগিতে ওঠেন।
মতিউর রহমান (৪০) নামে এক যাত্রী বলেন, হুড়োহুড়িতে ট্রেনে ওঠার সময় পকেট থেকে ১০ হাজার টাকা খোয়া গেছে। আহসান হাবিব নামের এক যাত্রী জানান, ঢাকার বেসরকারি একটি ফার্মে যোগ দেবেন। তাই বাধ্য হয়ে আসনের টিকিট নিয়ে দাঁড়িয়েই ৪০০ কিলোমিটারের পথ ভ্রমণ করছেন তিনি।
এ বিষয়ে সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, ‘প্রতি ১ হাজার কিলোমিটার পর ট্রেনের ফিটনেস পরীক্ষা করতে হয়। ওই দিন চিলাহাটি স্টেশনে ট্রেন পরীক্ষক ওই কোচের যান্ত্রিক ত্রুটি পেয়ে কোচটি ড্যামেজ ঘোষণা করেন। পরে মাইকিং করে জানানো হয় যাত্রীদের। এটি একটি দুর্ঘটনা। তাই আমাদের করার কিছুই নেই।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
২ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
২ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে