Ajker Patrika

নীলফামারীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নীলফামারীতে পৃথক স্থানে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সদর উপজেলার চওড়া ও সুবর্ণখুলী এলাকায় এই দুটি ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) ও সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী এলাকার মানিক মিয়ার ছেলে সৌরভ ইসলাম (২০)। 

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনিছা বেগম দুপুরে গাছের খড়ি নিয়ে রেললাইন পার হওয়ার সময় মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। অপরদিকে একই ট্রেনের নিচে কাটা পড়ে সৌরভের মৃত্যু হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত