Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে নছিমন উল্টে নিহত ১, আহত ৭

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৪: ৩৪
বালিয়াডাঙ্গীতে নছিমন উল্টে নিহত ১, আহত ৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি নছিমন। এতে দারাব উদ্দীন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের সমিরউদ্দীন স্মৃতি কলেজের উত্তর পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত দারাব উদ্দীন উপজেলার দুওসুও ইউনিয়নের দুওসুও গ্রামের মৃত আ. খালেকের ছেলে। 

আহতরা হলেন রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের আরাজি দুর্লভপুর আব্দুর রহিম (৫০), এন্তাজুল (৪৫), সিরাজুল ইসলাম (৪০) ও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের আশরাফ আলী (৪২)। আহত বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি। 

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী লোলপুকুর ডিএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী জানান, ৯ জন গরু ব্যবসায়ী লাহিড়ী বাজারে গরু নিয়ে যাচ্ছিলেন। তাঁর বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। সামনের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নছিমন। এতে নছিমনে থাকা সবাই গরুসহ গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আর গরুগুলো তিনি বাড়ির আঙিনায় চিকিৎসার ব্যবস্থা করেছেন বলে জানান। 

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব জানান, ঘটনাস্থলে একজন মারা গেছেন। আহত সাতজনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং চারজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত