Ajker Patrika

যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলো ঝুলছিল দেয়ালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেয়ালজুড়ে সাজানো শিশুদের পছন্দের অনেক ছবি। মূলত ইকরি মিকরি প্রকাশিত শিশুদের বইয়ে থাকা ছবিগুলো প্রদর্শন করা হয় দেয়ালে। গতকাল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে। ছবি: আজকের পত্রিকা
দেয়ালজুড়ে সাজানো শিশুদের পছন্দের অনেক ছবি। মূলত ইকরি মিকরি প্রকাশিত শিশুদের বইয়ে থাকা ছবিগুলো প্রদর্শন করা হয় দেয়ালে। গতকাল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে। ছবি: আজকের পত্রিকা

শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে। মেঝেতে রাখা হয়েছে ইয়া বড় বইয়ের একটি রেপ্লিকা। কেউ কেউ সেই বইয়ে আয়েশ করে বসেই পড়তে থাকে।

শিশুদের বই প্রকাশ করে ইকরি মিকরি। ছবির মাধ্যমে সহজবোধ্য করে তোলে পড়া। সেই সব বইয়ে থাকা ছবির ইলাস্ট্রেশনগুলো নিয়ে লা গ্যালারিতে আয়োজন করা হয় প্রদর্শনীর। গতকাল শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান। তিনি বলেন, ‘এই এক্সিবিশনের দর্শক শিশুরা। এমন প্রদর্শনী বাংলাদেশে এই প্রথম। খুবই দারুণ কাজ এবং ভিন্ন ধরনের এক প্রদর্শনী।’

ইকরি মিকরির প্রকাশক মাহবুবুল হক বলেন, ‘আমরা ২০১৬ সাল থেকে কাজ করছি। আজকে আমাদের জন্য ভালো দিন। আমরা কাজগুলো একত্র করে দেখাতে পারছি। আমরা কীভাবে কাজ করি, তা সবাই দেখতে পারছে।’

ইকরি মিকরির সহপ্রতিষ্ঠাতা কাকলী প্রধান বলেন, ‘এত সাড়া পেয়েছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। অভিভাবকেরা এসেছেন বাচ্চাদের নিয়ে। সবাইকে ধন্যবাদ জানাই।’

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুধু প্রদর্শনীতে সীমাবদ্ধ নয়। বাচ্চাদের গান, আবৃত্তিসহ নানা পরিবেশনা ছিল। পাশাপাশি আজ ৩ মে থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন থাকবে গল্প বলা ও গল্প শোনার আসর, শিল্পী ও প্রকাশকদের সঙ্গে আলাপচারিতা, শিশুদের পাঠ এবং একটি ভিজ্যুয়াল স্টোরি টেলিং কর্মশালা। এ ছাড়া থাকবে টাইপোগ্রাফি কর্মশালা, পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য হাতে বই তৈরির সেশন এবং ৭ মে শিশু অভিনয়শিল্পীদের পরিবেশনায় বটতলা থিয়েটারের নাটক। প্রদর্শনী দেখে কারও বই কিনতে ইচ্ছে করলে তারও সুযোগ রয়েছে। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত