রংপুর নগরী
শিপুল ইসলাম, রংপুর
রংপুর নগরীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা সিটি বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল। নিরাপদ পারাপার ও নগরীর ট্রাফিক চাপ কমানোর জন্য এই দুই স্থানে তিন বছর আগে পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু পথচারী ও নগরবাসীর অভ্যস্ততার অভাব ও ব্যবহারবান্ধব সুবিধার ঘাটতির কারণে এগুলো কোনো কাজে আসছে না। ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হওয়ায় বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা।
রংপুর সিটি করপোরেশন (রসিক) সূত্রে জানা গেছে, ২০২২ সালে রসিকের নিজস্ব অর্থায়নে ব্রিজ দুটি নির্মাণ করা হয়। সিটি বাজার এলাকার ব্রিজ নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৫৯৪ টাকা এবং বাস টার্মিনাল এলাকার ব্রিজে ব্যয় হয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪২৩ টাকা। সব মিলিয়ে ব্যয় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৯৮০ টাকা।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২০০ মিটার দূরে স্থাপন করা হয়েছে ফুটওভার ব্রিজ। লোকজন বাস থেকে নেমে সড়ক দিয়ে পারাপার হচ্ছে। সিটি বাজারে ওভার ব্রিজের প্রবেশমুখসহ আশপাশে মৌসুমি ফলের দোকান বসেছে। সেখানেও দ্রুত যানবাহন ঠেলে পারাপার হচ্ছেন পথচারীরা। পথচারীরা ফুটওভার ব্রিজগুলো ব্যবহার না করায় ময়লা আবর্জনায় ভরে উঠেছে।
স্থানীয়রা বলছেন, সঠিক পরিকল্পনা, গণসচেতনতা এবং পথচারীদের বাস্তব চাহিদার কথা বিবেচনা না করেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সিটি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে নগর ভবনে যাচ্ছিলেন কামাল কাছনার বাসিন্দা আখতার হোসেন। তিনি বলেন, ‘ওভার ব্রিজে উঠতে সময় লাগে। তা ছাড়া ওভার ব্রিজের মুখে ফলের দোকান থাকায় উঠতে সমস্যা হয়। তার চেয়ে নিচ দিয়েই রাস্তা পার হওয়া সহজ।’
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, ‘মানুষের নিরাপদ পারাপারের জন্যই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। মানুষ ব্যবহার করলে এর সুফল মিলত। সচেতনতার জন্য ফুটওভার ব্রিজে সাইনবোর্ড টাঙানো আছে। এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে।’
রংপুর নগরীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা সিটি বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল। নিরাপদ পারাপার ও নগরীর ট্রাফিক চাপ কমানোর জন্য এই দুই স্থানে তিন বছর আগে পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু পথচারী ও নগরবাসীর অভ্যস্ততার অভাব ও ব্যবহারবান্ধব সুবিধার ঘাটতির কারণে এগুলো কোনো কাজে আসছে না। ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হওয়ায় বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা।
রংপুর সিটি করপোরেশন (রসিক) সূত্রে জানা গেছে, ২০২২ সালে রসিকের নিজস্ব অর্থায়নে ব্রিজ দুটি নির্মাণ করা হয়। সিটি বাজার এলাকার ব্রিজ নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৫৯৪ টাকা এবং বাস টার্মিনাল এলাকার ব্রিজে ব্যয় হয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪২৩ টাকা। সব মিলিয়ে ব্যয় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৯৮০ টাকা।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২০০ মিটার দূরে স্থাপন করা হয়েছে ফুটওভার ব্রিজ। লোকজন বাস থেকে নেমে সড়ক দিয়ে পারাপার হচ্ছে। সিটি বাজারে ওভার ব্রিজের প্রবেশমুখসহ আশপাশে মৌসুমি ফলের দোকান বসেছে। সেখানেও দ্রুত যানবাহন ঠেলে পারাপার হচ্ছেন পথচারীরা। পথচারীরা ফুটওভার ব্রিজগুলো ব্যবহার না করায় ময়লা আবর্জনায় ভরে উঠেছে।
স্থানীয়রা বলছেন, সঠিক পরিকল্পনা, গণসচেতনতা এবং পথচারীদের বাস্তব চাহিদার কথা বিবেচনা না করেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সিটি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে নগর ভবনে যাচ্ছিলেন কামাল কাছনার বাসিন্দা আখতার হোসেন। তিনি বলেন, ‘ওভার ব্রিজে উঠতে সময় লাগে। তা ছাড়া ওভার ব্রিজের মুখে ফলের দোকান থাকায় উঠতে সমস্যা হয়। তার চেয়ে নিচ দিয়েই রাস্তা পার হওয়া সহজ।’
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, ‘মানুষের নিরাপদ পারাপারের জন্যই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। মানুষ ব্যবহার করলে এর সুফল মিলত। সচেতনতার জন্য ফুটওভার ব্রিজে সাইনবোর্ড টাঙানো আছে। এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে।’
প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ কৌশল করেছে। এত বড় প্রতারককে ধরার জন্য ডিবি পুলিশের টিমের পুরস্কার পাওয়ার কথা, কিন্তু সামান্য ভুল-বোঝাবুঝির জন্য তিনজনকে প্রত্যাহার করা হয়।
১৬ মিনিট আগেরাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।
৩২ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ছয়টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তাদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব মরদেহ আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশের পর তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের কর্মী তানিমও মারা গেছেন। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিম (২০) মারা যান।
১ ঘণ্টা আগে