পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ ব্যক্তিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ঠেলে দেওয়া ২০ ব্যক্তির মধ্যে ১১ জন নারী, ৭ শিশু ও ২ জন পুরুষ। বিজিবি তাদের আটক করে আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার পর পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের সদস্যরা ৭ নারী ও ৪ শিশুকে বাংলাদেশে ঠেলে দেন। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৪০০ গজ অভ্যন্তর থেকে তাদের আটক করে।
অপর দিকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট সীমান্ত দিয়ে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ৩ শিশু, ৪ নারী ও ২ পুরুষকে ঠেলে দেন। এ ঘটনা টের পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তর থেকে ঠেলে দেওয়া ব্যক্তিদের আটক করেন।
আটক ব্যক্তিরা জানান, এক মাস ধরে ভারতের গুজরাটের জেলহাজতে রাখার পর তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার ২০ নারী, শিশু ও পুরুষকে আটক করে বিজিবি থানায় দিয়েছে। তাদের নাগরিকত্ব যাচাই করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ ব্যক্তিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ঠেলে দেওয়া ২০ ব্যক্তির মধ্যে ১১ জন নারী, ৭ শিশু ও ২ জন পুরুষ। বিজিবি তাদের আটক করে আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার পর পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের সদস্যরা ৭ নারী ও ৪ শিশুকে বাংলাদেশে ঠেলে দেন। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের ধবলসুতি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৪০০ গজ অভ্যন্তর থেকে তাদের আটক করে।
অপর দিকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট সীমান্ত দিয়ে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা ৩ শিশু, ৪ নারী ও ২ পুরুষকে ঠেলে দেন। এ ঘটনা টের পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তর থেকে ঠেলে দেওয়া ব্যক্তিদের আটক করেন।
আটক ব্যক্তিরা জানান, এক মাস ধরে ভারতের গুজরাটের জেলহাজতে রাখার পর তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার ২০ নারী, শিশু ও পুরুষকে আটক করে বিজিবি থানায় দিয়েছে। তাদের নাগরিকত্ব যাচাই করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীর শ্যামলীতে অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের এক যুবকের জামা, জুতা, ব্যাগ, টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ মিনিট আগেঅর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে আদালতে আনার খবরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন টাকা ফেরত না পাওয়া ভুক্তভোগীরা। মানববন্ধনের একপর্যায়ে বাশারকে আদালতে আনা হলে ভুক্তভোগীরা তাঁকে লক্ষ্য করে কিল, ঘুষি মারেন। এ সময় তাঁর ওপর ডিমও নিক্ষেপ করেন
২৯ মিনিট আগেরাফসানা আক্তার আরও বলেন, ‘একপর্যায়ে বাসের হেলপার আমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। তখন আমি আমার স্বামীকে মোবাইল ফোনে কল করতে গেলে উনি আমার ফোন কেড়ে নিয়ে আমার মুখে চারটি ঘুষি মারেন। এসব দেখে আশপাশের একটা মানুষও প্রতিবাদ করেনি। আমার মা-বাবাকে নিয়ে গালিগালাজ করতে শুরু করেন। পরে ক্যাম্পাসে কয়েকজন
৩৬ মিনিট আগেবিচার ছাড়াই ৩০ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মানসিক ভারসাম্যহীন কনু মিয়া। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে গতকাল সোমবার (১৪ জুলাই) জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।
৩৮ মিনিট আগে