Ajker Patrika

শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজ। ছবি: সংগৃহীত
ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের এক যুবকের জামা, জুতা, ব্যাগ, টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে আসামি কবিরকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গতকাল সোমবার ভোরে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরেবাংলা নগর থানা-পুলিশ।

গত শুক্রবার (১১ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবক অফিসে যাওয়ার সময় মোটরসাইকেলে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাঁর পথরোধ করে। পরে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল ফোন, এমনকি তাঁর শরীরের জামা-জুতাও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজটিতে দেখা যায়, ছাতা হাতে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাঁকে ঘিরে ফেলে। দুজন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়, অন্যজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়।

ছিনতাইকারীদের মধ্যে দুজনের মাথায় হেলমেট ছিল, অন্যজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলে নেয়। এরপর তিন ছিনতাইকারীই মোটরসাইকেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ছিনতাইকারীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালায় শেরেবাংলা নগর থানা-পুলিশ ও ডিবি। পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত