Ajker Patrika

হিলি বন্দর দিয়ে ভারত থেকে আসবে ১২ হাজার টন আলু 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
হিলি বন্দর দিয়ে ভারত থেকে আসবে ১২ হাজার টন আলু 

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১২ আমদানিকারক পেল আলু আমদানির অনুমতি। দুই এক দিনের মধ্যে ভারত থেকে ১২ হাজার মেট্রিকটন আলু আমদানি করবেন আমদানি কারকেরা। 

আজ বুধবার বিকেলে হাকিমপুর উপজেলার হিলি পোর্ট উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। 

ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। 

সোমবার ৩০ অক্টোবর কয়েকজন আমদানিকারক অনুমতির আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ১২ আমদানি কারককে গতকাল মঙ্গলবার রাতে ১২ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারা দু-এক দিনের মধ্যেই আলু আমদানির করতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত