Ajker Patrika

বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে পেটানোর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৭: ৩৪
বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে পেটানোর অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় মোত্তালিব সরকার বকুল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতেই ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌরসভার প্রফেসর পাড়ায় দিপঙ্কর নামে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই শিক্ষার্থী গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মোত্তালিব সরকার বকুল পলাশবাড়ী উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক। 

জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে মোহনা নামের এক স্কুলছাত্রীকে ‘বস্তির মেয়ে’ বলে কটাক্ষ করা অভিযোগ তোলা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় দশম শ্রেণির ওই ছাত্রী। এ সময় কটাক্ষ করার জের ধরে মোহনা সেখানে উপস্থিত হয়ে ভুক্তভোগী ছাত্রীকে পড়ার রুম থেকে বের হওয়ার জন্য বলে। কিন্তু সে কথা না শোনায় তাকে টেনে হিঁচড়ে বের করে চড়থাপ্পড় মারে মোহনা। এ সময় প্রাইভেট তার শিক্ষক ও সহপাঠীরা মিলে বিষয়টি সমাধান করে। পরে মোহনা তার বাবা মোত্তালিব সরকার বকুলকে ফোন করে জানায় তাকে মারপিট করা হয়েছে। পরে মোহনার বাবা ও মা ঘটনাস্থলে এসে ওই স্কুলছাত্রী মেধাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে। মারধরের একপর্যায়ে ওই ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহাফুজ সিদ্দিক টিপু জানান, ভুক্তভোগী শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি। 

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা বকুল জানান, তাঁর মেয়ে মোহনা আক্তার মোবাইল ফোনে তাঁকে মারপিট করছে জানালে তিনি এবং তাঁর স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে তাঁর মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে স্ত্রী ওই ছাত্রীটিকে কয়েকটি থাপ্পড় মারে। পরে তাঁর মেয়েকে নিয়ে তিনি বাসায় চলে আসেন। এ ঘটনায় তাকে দায়ী করে থানায় অভিযোগ করাটা পরিকল্পিত ষড়যন্ত্র বলে জানান তিনি। 

এ ব্যাপারে পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনার অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত