Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, যুবককে পুলিশে সোপর্দ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৮: ২৭
বালিয়াডাঙ্গীতে ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, যুবককে পুলিশে সোপর্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শিকার ১১ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী সুমন আলী (২৪) নামের এক যুবককে আটক করে গতকাল মঙ্গলবার পুলিশে সোপর্দ করেন। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত সুমন আলী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোঁচপাড়া কইকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে।

মেয়ের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে বাড়িতে তাঁদের অনুপস্থিতির সুযোগে অস্ত্রের মুখে ওই শিশুকে ধর্ষণ করেন সুমন। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরে আরও কয়েক দিন তাকে ধর্ষণ করেন তিনি। এক সপ্তাহ আগে শিশুটির বাবা-মা বিষয়টি টের পেলে তাকে ডাক্তারি পরীক্ষা করান। তাতে সে ছয় মাস চার দিনের অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে।

মেয়ের বাবা বলেন, ‘বিষয়টি সুমনের পরিবারকে জানাতে গেলে আমাদের গালাগাল ও মারধর করে। পরে আমি এলাকার লোকজনের কাছে বিচার দাবি করি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজ্জাক আলী বলেন, ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাতে তিনি কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন গ্রামবাসী।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে সুমন আলী, তাঁর স্ত্রীসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত