Ajker Patrika

আম গাছে ঝুলে ছিল গলায় বেল্ট আটকানো মাটিতে হাঁটু ছোঁয়া মরদেহ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
Thumbnail image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থানের আম গাছে পড়নের বেল্টে আটকানো অবস্থায় শালু সরকার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই যুবকের হাঁটু মাটিতে ছোঁয়া ছিল। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। 

আজ সোমবার সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট কালুগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শালু সরকার ওই গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ডিপ্লোমা শেষ করে বাসায় ছিলেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কবরস্থানের একটি আম গাছে দুই হাঁটু মাটিতে ছোঁয়া থাকা অবস্থায় গলায় পড়নের বেল্ট দিয়ে শালুকে ঝুলতে দেখেন কয়েকজন স্থানীয় কৃষক। পরে তাঁরা ঝুলন্ত লাশটি শনাক্ত করে স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাণীশংকৈল থানা নেয়। 

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, শালুর সঙ্গে এক মেয়ের প্রেম ছিল। এই মেয়েকে বিয়ে করতে চেয়েছিল শালু। কিন্তু তার পরিবারের সম্মতি ছিল না। এ নিয়ে তার পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার গতকাল রোববার শালুকে মারধর করা হয়েছিল। আর আজ ঝুলন্ত লাশ পাওয়া গেল। মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে তাঁদের। 

এ বিষয়ে শালু সরকারের বাবা হোসেন আলীর কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। শালু সরকারের মা রোকসেনা বেগমকে তাঁর ছেলের প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও কোনো জবাব দেননি। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশের ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত