রংপুর প্রতিনিধি
রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু ও তাঁর পরিবারে সদস্যদের বিরুদ্ধে বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী শিক্ষক মোস্তফা জামান।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ডিউটি অফিসার এএসআই আসাদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে কয়েক দফা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। সরকার পতনের পর গা ঢাকা দেন অধ্যক্ষ মো. শাহজাহান ও সহকারী প্রধান শিক্ষক শাহিদা আক্তার বানু। সাত মাস ধরে অধ্যক্ষ মো. শাহজাহান ও সহকারী প্রধান শিক্ষক শাহিদা আক্তার প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ সহকারী প্রধান শিক্ষক শাহিদা আক্তার বানু তাঁর মেয়ে সুরভীকে নিয়ে বিদ্যালয়ে যান। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহিদা আক্তার বানুকে বহিষ্কারের দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু তাঁর স্ত্রী–সন্তানসহ ১০-১৫ জনকে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করেন। অশালীন ভাষায় গালিগালাজ করেন। এতে বাধা দিতে গেলে শিক্ষার্থীদের মারধর করে শিক্ষক ও শিক্ষার্থীদের নানা হুমকি দেন তাঁরা। পরে খবর পেয়ে হারাগাছ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় সন্ধ্যায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু, তাঁর স্ত্রী লিনা বেগম, ছেলে শাহারিয়ার কল্লোল, সাহেবগঞ্জ এলাকার সাহিদুল ইসলাম (৩৫), হামিদুল ইসলাম (৩৮), আতিকুল ইসলামসহ (৫৫) অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।
ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিশাত জামান অভিযোগ করে বলেন, ‘বেতন–ভাতাসহ নানা অজুহাতে শাহিদা আক্তার ম্যাম আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। সভাপতি বাবুর যোগসাজশে অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক অনেক দুর্নীতি ও অনিয়ম করেছেন। দীর্ঘ সাত মাস ধরে তাঁরা ভয়ে বিদ্যালয়ে আসেননি। শাহিদা ম্যাম গতকাল এলে আমরা শান্তিপূর্ণভাবে তাঁকে অপসারণে স্লোগান দিচ্ছিলাম। কিন্তু সভাপতি বাবুসহ তাঁর লোকজন এসে বাধা দেন এবং আমাদের মারধর করেন। এতে বাধা দিতে গেলে আমাকে এলোপাতাড়ি চরথাপ্পড় মারেন। আমাকে বাঁচাতে সহপাঠীরা ছুটে এলে তাদেরও কিল–ঘুষি মারেন। এতে অনেকের শরীর ফুলে গেছে।’
জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর শাহিদা আক্তার বানু স্কুলে এসেছিল। কিন্তু বাচ্চারা উনাকে এলাউ করে নাই। যার কারণে প্রতিবাদকারী বাচ্চাদের ওপর সভাপতির লোকজন এসে হামলা করেছে। শিক্ষকদের হুমকি দিয়েছে। এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু বলেন, ‘যে কেউ অভিযোগ দিতে পারে। আমি কোনো শিক্ষার্থীকে মারিনি। আমি ওখানে ছিলাম না। বরং চায়নিজ কুড়াল নিয়ে মাঠে আমার ছেলের পেছনে দৌড়াইছে।’
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল বলেন, ‘গতকাল সাহেবগঞ্জ অ্যান্ড কলেজে এক সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা তাকে উদ্ধার করেছি। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযোগের বিষয়টি জানি না।’
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ডিউটি অফিসার এএসআই আসাদ বলেন, ‘শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি এখনও ওসি স্যারকে জানাতে পারিনি। কারণ ওসি স্যার চলে যাওয়ার পর তারা অভিযোগ নিয়ে থানায় আসে।’
রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু ও তাঁর পরিবারে সদস্যদের বিরুদ্ধে বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী শিক্ষক মোস্তফা জামান।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ডিউটি অফিসার এএসআই আসাদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে কয়েক দফা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। সরকার পতনের পর গা ঢাকা দেন অধ্যক্ষ মো. শাহজাহান ও সহকারী প্রধান শিক্ষক শাহিদা আক্তার বানু। সাত মাস ধরে অধ্যক্ষ মো. শাহজাহান ও সহকারী প্রধান শিক্ষক শাহিদা আক্তার প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ সহকারী প্রধান শিক্ষক শাহিদা আক্তার বানু তাঁর মেয়ে সুরভীকে নিয়ে বিদ্যালয়ে যান। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহিদা আক্তার বানুকে বহিষ্কারের দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু তাঁর স্ত্রী–সন্তানসহ ১০-১৫ জনকে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করেন। অশালীন ভাষায় গালিগালাজ করেন। এতে বাধা দিতে গেলে শিক্ষার্থীদের মারধর করে শিক্ষক ও শিক্ষার্থীদের নানা হুমকি দেন তাঁরা। পরে খবর পেয়ে হারাগাছ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় সন্ধ্যায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু, তাঁর স্ত্রী লিনা বেগম, ছেলে শাহারিয়ার কল্লোল, সাহেবগঞ্জ এলাকার সাহিদুল ইসলাম (৩৫), হামিদুল ইসলাম (৩৮), আতিকুল ইসলামসহ (৫৫) অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।
ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিশাত জামান অভিযোগ করে বলেন, ‘বেতন–ভাতাসহ নানা অজুহাতে শাহিদা আক্তার ম্যাম আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। সভাপতি বাবুর যোগসাজশে অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক অনেক দুর্নীতি ও অনিয়ম করেছেন। দীর্ঘ সাত মাস ধরে তাঁরা ভয়ে বিদ্যালয়ে আসেননি। শাহিদা ম্যাম গতকাল এলে আমরা শান্তিপূর্ণভাবে তাঁকে অপসারণে স্লোগান দিচ্ছিলাম। কিন্তু সভাপতি বাবুসহ তাঁর লোকজন এসে বাধা দেন এবং আমাদের মারধর করেন। এতে বাধা দিতে গেলে আমাকে এলোপাতাড়ি চরথাপ্পড় মারেন। আমাকে বাঁচাতে সহপাঠীরা ছুটে এলে তাদেরও কিল–ঘুষি মারেন। এতে অনেকের শরীর ফুলে গেছে।’
জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর শাহিদা আক্তার বানু স্কুলে এসেছিল। কিন্তু বাচ্চারা উনাকে এলাউ করে নাই। যার কারণে প্রতিবাদকারী বাচ্চাদের ওপর সভাপতির লোকজন এসে হামলা করেছে। শিক্ষকদের হুমকি দিয়েছে। এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু বলেন, ‘যে কেউ অভিযোগ দিতে পারে। আমি কোনো শিক্ষার্থীকে মারিনি। আমি ওখানে ছিলাম না। বরং চায়নিজ কুড়াল নিয়ে মাঠে আমার ছেলের পেছনে দৌড়াইছে।’
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল বলেন, ‘গতকাল সাহেবগঞ্জ অ্যান্ড কলেজে এক সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা তাকে উদ্ধার করেছি। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযোগের বিষয়টি জানি না।’
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ডিউটি অফিসার এএসআই আসাদ বলেন, ‘শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি এখনও ওসি স্যারকে জানাতে পারিনি। কারণ ওসি স্যার চলে যাওয়ার পর তারা অভিযোগ নিয়ে থানায় আসে।’
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৩ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৬ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২১ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর (৮) মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কোরআন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির
২৫ মিনিট আগে