Ajker Patrika

রানওয়ের আলোক স্বল্পতায় সৈয়দপুরের ৩টি ফ্লাইট বাতিল

নীলফামারী প্রতিনিধি
রানওয়ের আলোক স্বল্পতায় সৈয়দপুরের ৩টি ফ্লাইট বাতিল

নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে আলোক স্বল্পতার কারণে উড়োজাহাজ উঠানামা বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরে ঢাকাগামী তিনটি ফ্লাইটের প্রায় দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন। সর্বশেষ রাত সোয়া ১০টার দিকে ওই তিনটি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। 

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ রোববার সন্ধ্যার পর সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের লাইটগুলোতে ত্রুটি দেখা দেয়। রানওয়ের লাইট না জ্বলার কারণে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ সৈয়দপুরের তিনটি ফ্লাইট বাতিল করে। ফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে ঢাকাগামী প্রায় দু শ যাত্রী। 

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, রানওয়ের লাইটের ক্যাবল মাটির নিচ দিয়ে রয়েছে। ফলে কোথায় ত্রুটি হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। রাতের মধ্যে ত্রুটি সরানো করা হবে।’ 

তিনি বলেন, ‘ইতিমধ্যে রাত সাড়ে ৯টা পর্যন্ত সর্বশেষ ঢাকা-সৈয়দপুর-ঢাকার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলো হলো নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ার এস্ট্রা এয়ারলাইনসের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত