Ajker Patrika

পলিথিন কারখানার সন্ধান, জরিমানা দেড় লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধি 
পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা
পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও ১ টন পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানও চালানো হচ্ছে।

আদিতমারী উপজেলার দুরারকুটি কলোনি এলাকায় কারখানা দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন আজাদ হোসেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন নিয়ে আজ অভিযান চালান।

এ সময় কারখানা থেকে প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিন উৎপাদনের অপরাধে কারখানামালিক আজাদ হোসেনের কাছে থেকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

পলিথিন উৎপাদন করায় কারখানামালিককে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা
পলিথিন উৎপাদন করায় কারখানামালিককে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জব্দ করা পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত