Ajker Patrika

ঈদের আগের দিন আগুনে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২০: ২০
ঈদের আগের দিন আগুনে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই

গাইবান্ধার পলাশবাড়ীতে ঈদের আগের দিন আগুনে এক কৃষকের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার মহদীপুর ইউপির দয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ওই গ্রামের কৃষক মুছা কলিমুল্লাহর ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চারটি বসতঘরসহ যাবতীয় আসবাব পুড়ে ছাই হয়ে যায়। 

পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল বলেন, ঈদের এক দিন আগে এ ধরনের ঘটনা পরিবারটির জন্য খুবই বেদনাদায়ক। পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তহবিল থেকে পরিবারটিকে সম্ভাব্য সহযোগিতা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত