কুড়িগ্রাম প্রতিনিধি
উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বেড়েছে। এতে তিস্তার নিচু চরগুলো প্লাবিত হওয়ায় পেঁয়াজ, বাদাম ও কাউনখেত তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধশত কৃষক।
এদিকে উজানের ভারী বৃষ্টিপাতের ফলে আগামী পাঁচ দিন কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলার পানি বাড়তে পারে। তবে এসব নদীর পানির স্তর বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে আজ রোববার এসব তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী চার দিন রংপুর, সিলেট ও তৎসংলগ্ন উজানে (মেঘালয়, আসাম) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারের পানির স্তর বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময় এই অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা কম।
তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের নিম্নাঞ্চলের চরগুলোতে কৃষকদের বাদাম, পেঁয়াজ ও কাউনখেত ডুবে গেছে। এসব এলাকায় কৃষি প্রকল্প করা প্রায় অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা ও কৃষক মিলন বলেন, তিন-চার দিন ধরে পানি বাড়ছে। ফলে ইউনিয়নে তিস্তার নিচু চরে বিভিন্ন ফসলের খেত ডুবে গেছে। এসব ফসলের মধ্যে পেঁয়াজ ও বাদাম নষ্ট হয়ে যাচ্ছে। এসব ফসলের প্রজেক্ট করা ৪০-৫০ জন কৃষক দারুণ লোকসানের শিকার হয়েছেন। পানি বাড়লে আরও অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হবেন।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারে পানি বাড়তে পারে। এর ফলে ধরলাতেও পানি বাড়তে পারে। তবে কোনো নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা কম।
উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বেড়েছে। এতে তিস্তার নিচু চরগুলো প্লাবিত হওয়ায় পেঁয়াজ, বাদাম ও কাউনখেত তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধশত কৃষক।
এদিকে উজানের ভারী বৃষ্টিপাতের ফলে আগামী পাঁচ দিন কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলার পানি বাড়তে পারে। তবে এসব নদীর পানির স্তর বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে আজ রোববার এসব তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী চার দিন রংপুর, সিলেট ও তৎসংলগ্ন উজানে (মেঘালয়, আসাম) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারের পানির স্তর বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময় এই অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা কম।
তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের নিম্নাঞ্চলের চরগুলোতে কৃষকদের বাদাম, পেঁয়াজ ও কাউনখেত ডুবে গেছে। এসব এলাকায় কৃষি প্রকল্প করা প্রায় অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা ও কৃষক মিলন বলেন, তিন-চার দিন ধরে পানি বাড়ছে। ফলে ইউনিয়নে তিস্তার নিচু চরে বিভিন্ন ফসলের খেত ডুবে গেছে। এসব ফসলের মধ্যে পেঁয়াজ ও বাদাম নষ্ট হয়ে যাচ্ছে। এসব ফসলের প্রজেক্ট করা ৪০-৫০ জন কৃষক দারুণ লোকসানের শিকার হয়েছেন। পানি বাড়লে আরও অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হবেন।
পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারে পানি বাড়তে পারে। এর ফলে ধরলাতেও পানি বাড়তে পারে। তবে কোনো নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা কম।
বাঁশের তৈরি কাঁচা বেড়ার গায়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন মকবুল হোসেন। দৃষ্টি ছেলে আবু সাঈদের সমাধিস্থলের দিকে। আবু সাঈদের মা মনোয়ারা বেগম সমাধিস্থলের অদূরেই পুরোনো মাটির ঘরে বসে আছেন। হাতে সাঈদের পরনের শেষ কালো টি-শার্ট। কথা বলার জন্য এগিয়ে যেতেই কেঁদে উঠলেন মনোয়ারা বেগম।
২ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) ভূগর্ভস্থ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের জন্য দর আহ্বান করা হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কাজ দেওয়া হয়েছে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে। এতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ৩ কোটি ৬৭ লাখ...
২ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের মূল শক্তি চরমোনাই পীরের দরবার শরিফ ঘিরে। আর চরমোনাই এলাকাটির অবস্থান বরিশাল-৫ (নগর ও সদর) আসনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি হাতপাখা প্রতীকের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে পীরের দল। সে জন্য তারা জামায়াতে ইসলামীর পর এবার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা...
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জের প্রামাণিকপাড়া গ্রামের সবজিচাষি আশরাফুল আলম। প্রতিদিন খেত থেকে সবজি তুলে হাটে নিয়ে যান বিক্রির জন্য। কিন্তু হাটে তাঁর জন্য কোনো নির্ধারিত জায়গা নেই। তাই বাধ্য হয়ে সড়কের ওপর বসে বিক্রি করেন নিজের উৎপাদিত শাকসবজি। অথচ হাটের ৫০ গজ দূরে কৃষকদের জন্য ২ কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে...
২ ঘণ্টা আগে