Ajker Patrika

কুড়িগ্রামে বাড়ছে পানি, তিস্তার চরের ফসল প্লাবিত

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৫, ২১: ৩৮
তিস্তার পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের নিম্নাঞ্চলের চরগুলোতে কৃষকদের বাদাম, পেঁয়াজ ও কাউনের খেত ডুবে গেছে। ছবি: আজকের পত্রিকা
তিস্তার পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের নিম্নাঞ্চলের চরগুলোতে কৃষকদের বাদাম, পেঁয়াজ ও কাউনের খেত ডুবে গেছে। ছবি: আজকের পত্রিকা

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বেড়েছে। এতে তিস্তার নিচু চরগুলো প্লাবিত হওয়ায় পেঁয়াজ, বাদাম ও কাউনখেত তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধশত কৃষক।

এদিকে উজানের ভারী বৃষ্টিপাতের ফলে আগামী পাঁচ দিন কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলার পানি বাড়তে পারে। তবে এসব নদীর পানির স্তর বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে আজ রোববার এসব তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী চার দিন রংপুর, সিলেট ও তৎসংলগ্ন উজানে (মেঘালয়, আসাম) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারের পানির স্তর বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময় এই অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা কম।

তিস্তার পানি বেড়ে যাওয়ায় জেলার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের নিম্নাঞ্চলের চরগুলোতে কৃষকদের বাদাম, পেঁয়াজ ও কাউনখেত ডুবে গেছে। এসব এলাকায় কৃষি প্রকল্প করা প্রায় অর্ধশত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা ও কৃষক মিলন বলেন, তিন-চার দিন ধরে পানি বাড়ছে। ফলে ইউনিয়নে তিস্তার নিচু চরে বিভিন্ন ফসলের খেত ডুবে গেছে। এসব ফসলের মধ্যে পেঁয়াজ ও বাদাম নষ্ট হয়ে যাচ্ছে। এসব ফসলের প্রজেক্ট করা ৪০-৫০ জন কৃষক দারুণ লোকসানের শিকার হয়েছেন। পানি বাড়লে আরও অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হবেন।

পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারে পানি বাড়তে পারে। এর ফলে ধরলাতেও পানি বাড়তে পারে। তবে কোনো নদীর পানি বিপৎসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত