দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কোম্পানি মোড়ে ট্রাকচাপায় সাইকেল আরোহী নাহিদ হাসান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের কোম্পানি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিহত নাহিদ হাসান বিরল উপজেলার ফুলতলা বাজার গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। সে দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা শাহজাহান বলেন, স্কুল ছুটির পর তিন বন্ধু মিলে তিনটি সাইকেলে করে বাড়ি ফিরছিল। বিদ্যালয় থেকে দক্ষিণ দিকে দিনাজপুর শহরের অভিমুখে ৪০০ গজ যাওয়ার পর কোম্পানি মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক নাহিদকে ধাক্কা দেয়। এ সময় নাহিদ ছিটকে পড়ে যায় এবং ট্রাকচাকায় ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, নাহিদের মৃত্যুর খবর পেয়ে দশমাইল-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা। ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। পরে উপযুক্ত বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ঘটনার ৪০ মিনিট পর যানচলাচল স্বাভাবিক হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুরের কোম্পানি মোড়ে ট্রাকচাপায় সাইকেল আরোহী নাহিদ হাসান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের কোম্পানি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিহত নাহিদ হাসান বিরল উপজেলার ফুলতলা বাজার গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। সে দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা শাহজাহান বলেন, স্কুল ছুটির পর তিন বন্ধু মিলে তিনটি সাইকেলে করে বাড়ি ফিরছিল। বিদ্যালয় থেকে দক্ষিণ দিকে দিনাজপুর শহরের অভিমুখে ৪০০ গজ যাওয়ার পর কোম্পানি মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক নাহিদকে ধাক্কা দেয়। এ সময় নাহিদ ছিটকে পড়ে যায় এবং ট্রাকচাকায় ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, নাহিদের মৃত্যুর খবর পেয়ে দশমাইল-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা। ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। পরে উপযুক্ত বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ঘটনার ৪০ মিনিট পর যানচলাচল স্বাভাবিক হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লাপাড়ায় ২০০১ সালে পূর্ণিমা রানী শীল ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার উল্লাপাড়া শহীদ মিনারে ভুক্তভোগী পরিবার ও পূর্বদেলুয়া গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
১ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে চার গরু ব্যবসায়ী কাছে থেকে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গত শুক্রবার ভোরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। তবে আজ শনিবার ঘটনা জানাজানি হয়।
১৮ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কয়েক বছর ধরে মিয়ানমারের ভেতরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বেড়েছে।
২২ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মো. এমরান (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে সদর উপজেলার কোদালধোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের হাফেজ আহমেদের ছেলে।
২৪ মিনিট আগে