Ajker Patrika

কালীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৬: ১০
কালীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহফেজ আলী (৩৪) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ সময় অপর ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টায় উপজেলার কাকিনা ইউনিয়নের আকাশ ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মো. মহফেজ আলী বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার লোকমান মিয়ার ছেলে। অন্যদিকে গুরুতর আহত ট্রাকচালক যশোর জেলার সদর উপজেলার সাদুল্যাপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩৩) ও চালকের সহকারী ইউনুস আলী।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে ছিল পাথরবোঝাই একটি ট্রাক। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী আরকটি ট্রাক ধাক্কা দিলে দুই ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মো. মহফেজ আলী নিহত হন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও সহকারী আহত হন। তাঁদের উদ্ধারের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ট্রাকচালক মো. ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত