Ajker Patrika

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সংস্কার, ফ্লাইট চলাচল স্বাভাবিক 

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সংস্কার, ফ্লাইট চলাচল স্বাভাবিক 

বজ্রপাতে সৃষ্ট নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কার হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ ফ্লাইটসহ বিমানবন্দরে রানওয়েতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। 

শিডিউল অনুযায়ী আজ দুপুর দুইটা পর্যন্ত বিমান বাংলাদেশের একটি ও বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণ করা কথা। কিন্তু রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় আজ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেওয়া হয়নি। 

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রানওয়ের যে অংশে অংশে ফাটল দেখা দিয়েছে তা সংস্কার করা হয়েছে।’ 

সুপ্লব কুমার ঘোষ বলেন, বিমানবন্দরের রানওয়ের ফাটল সংস্কারের পর তা শুকানোর জন্য অপেক্ষা করতে হয়েছে। কারণ বিমান বাংলাদেশে যে ধরনের চাকা ব্যবহার করা হয়, সেটি রানওয়ের ওই অবস্থায় অবতরণ করলে দুর্ঘটনা ঘটনার শঙ্কা ছিল। কিন্তু অন্য বিমানের চাকা তেমন নয়।

সে জন্য ফাটল মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করে। আর রানওয়ের সংস্কার কাজ শুকানোর পর বেলা ২টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমান অবতরণ করে এবং ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই সময়ের পর অন্যান্য ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়। 

সুপ্লব কুমার আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরে বজ্র নিরোধক ব্যবস্থা চালু আছে। এরপরও কেন এমনটি ঘটল, সে বিষয়ে প্রকৌশলীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত