Ajker Patrika

‘মানসিক অবসাদে’ পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৫: ৪৪
‘মানসিক অবসাদে’ পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

কুড়িগ্রামের রৌমারীতে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রহিম (৩৮) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ মঙ্গলবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিম উপজেলার দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। 

আব্দুর রহিমের ছোট ভাই জিয়াউর রহমান বলেন, তাঁর বড় ভাই জামালপুর সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়িতে মানসিক বিষাদে ভুগছিলেন। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাঁদের বিষয়টি জানালে গত ১৮ মার্চ ২৮ দিনের ছুটি নিয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু সোমবার বিকেল ৫টার দিকে তাঁর নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশকে খবর দিলে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আব্দুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী বলেন, বেশ কিছুদিন ধরে তাঁর স্বামী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। আব্দুর রহমান আত্মহত্যার পথ বেছে নেবেন সেটি কখনোই ভাবেননি তিনি। পরিবারের অজান্তে এ কাজ করেছেন তাঁর স্বামী। তাঁদের সংসারে তিনটি মেয়ে সন্তান রয়েছে। প্রায় ১৮ বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন আব্দুর রহমান। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে আব্দুর রহিম নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। রাত ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, আব্দুর রহমান মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত