পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
‘সোয়ামি (স্বামী) মরি (মারা) যাবার (যাওয়ার) পর খুব কষ্টে পড়ি। জমি-জায়গা নাই। মাইনশির (মানুষের) জমিতে মেলা দিন (বহুদিন) ভাঙা ঘরে ছাওয়াদের নিয়া (সন্তান) নিন পাড়ির (ঘুমাতে) পাইনি। মাথা গোঁজার ঠাই পাইছি, প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া’—কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বিধবা জান্নাতুন বেগম (৫০)।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পের ৯৩টি ঘর উদ্বোধন করবেন। ওই দিন উপজেলার ৯৩টি গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘরের চাবি দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় দফায় ১৮৮ টি,২০২১-২০২২ অর্থবছরে তৃতীয় পর্যায়ে ২০২টি ঘর নির্মাণ করে মোট ৩৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে ঘর দেওয়া শেষ হলে উপজেলায় আশ্রয়ণে ঘর পাওয়া পরিবারের সংখ্যা দাঁড়াবে ৪৮৩ তে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার পাটগ্রাম উপজেলার যারা ছিন্নমূল, গৃহহীন ও ভূমিহীন তাঁদের জমি এবং ঘর দেওয়া হচ্ছে। এই উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতেই এসব কাজ করা হচ্ছে।’
পাটগ্রামের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। বাসিন্দাদের জন্য দুই কক্ষের সেমিপাকা টিন শেড ঘর নির্মাণের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহ, স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে কাজ অব্যাহত রয়েছে।’
‘সোয়ামি (স্বামী) মরি (মারা) যাবার (যাওয়ার) পর খুব কষ্টে পড়ি। জমি-জায়গা নাই। মাইনশির (মানুষের) জমিতে মেলা দিন (বহুদিন) ভাঙা ঘরে ছাওয়াদের নিয়া (সন্তান) নিন পাড়ির (ঘুমাতে) পাইনি। মাথা গোঁজার ঠাই পাইছি, প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া’—কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বিধবা জান্নাতুন বেগম (৫০)।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পের ৯৩টি ঘর উদ্বোধন করবেন। ওই দিন উপজেলার ৯৩টি গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘরের চাবি দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় দফায় ১৮৮ টি,২০২১-২০২২ অর্থবছরে তৃতীয় পর্যায়ে ২০২টি ঘর নির্মাণ করে মোট ৩৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে ঘর দেওয়া শেষ হলে উপজেলায় আশ্রয়ণে ঘর পাওয়া পরিবারের সংখ্যা দাঁড়াবে ৪৮৩ তে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার পাটগ্রাম উপজেলার যারা ছিন্নমূল, গৃহহীন ও ভূমিহীন তাঁদের জমি এবং ঘর দেওয়া হচ্ছে। এই উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতেই এসব কাজ করা হচ্ছে।’
পাটগ্রামের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। বাসিন্দাদের জন্য দুই কক্ষের সেমিপাকা টিন শেড ঘর নির্মাণের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহ, স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে কাজ অব্যাহত রয়েছে।’
সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে হামলার সময় ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাব’ বলা সেই তরুণও আছেন।
১৮ মিনিট আগেনেত্রকোনার মদনে শেয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
৩৬ মিনিট আগেপাহাড়পুর বৌদ্ধবিহার ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। বর্ষার শুরু থেকেই এ বিহারজুড়ে যেন নতুন এক প্রাণের স্পর্শ লেগেছে। লাল, হলুদ, কমলা, বেগুনি ও সাদা নানা রঙের ফুলে ঢেকে গেছে পুরো চত্বর। তার সঙ্গে আলপনায় সাজানো পথ, পাতা-লতা দিয়ে তৈরি পশুপাখির প্রতিকৃতি আর পর্যটকদের পদচারণায়
১ ঘণ্টা আগেবৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর টানা ভারী বৃষ্টিতে সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। বড় বড় পাথর ও গাছপালাসহ বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগে