পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
‘সোয়ামি (স্বামী) মরি (মারা) যাবার (যাওয়ার) পর খুব কষ্টে পড়ি। জমি-জায়গা নাই। মাইনশির (মানুষের) জমিতে মেলা দিন (বহুদিন) ভাঙা ঘরে ছাওয়াদের নিয়া (সন্তান) নিন পাড়ির (ঘুমাতে) পাইনি। মাথা গোঁজার ঠাই পাইছি, প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া’—কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বিধবা জান্নাতুন বেগম (৫০)।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পের ৯৩টি ঘর উদ্বোধন করবেন। ওই দিন উপজেলার ৯৩টি গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘরের চাবি দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় দফায় ১৮৮ টি,২০২১-২০২২ অর্থবছরে তৃতীয় পর্যায়ে ২০২টি ঘর নির্মাণ করে মোট ৩৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে ঘর দেওয়া শেষ হলে উপজেলায় আশ্রয়ণে ঘর পাওয়া পরিবারের সংখ্যা দাঁড়াবে ৪৮৩ তে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার পাটগ্রাম উপজেলার যারা ছিন্নমূল, গৃহহীন ও ভূমিহীন তাঁদের জমি এবং ঘর দেওয়া হচ্ছে। এই উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতেই এসব কাজ করা হচ্ছে।’
পাটগ্রামের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। বাসিন্দাদের জন্য দুই কক্ষের সেমিপাকা টিন শেড ঘর নির্মাণের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহ, স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে কাজ অব্যাহত রয়েছে।’
‘সোয়ামি (স্বামী) মরি (মারা) যাবার (যাওয়ার) পর খুব কষ্টে পড়ি। জমি-জায়গা নাই। মাইনশির (মানুষের) জমিতে মেলা দিন (বহুদিন) ভাঙা ঘরে ছাওয়াদের নিয়া (সন্তান) নিন পাড়ির (ঘুমাতে) পাইনি। মাথা গোঁজার ঠাই পাইছি, প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া’—কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বিধবা জান্নাতুন বেগম (৫০)।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পের ৯৩টি ঘর উদ্বোধন করবেন। ওই দিন উপজেলার ৯৩টি গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘরের চাবি দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় দফায় ১৮৮ টি,২০২১-২০২২ অর্থবছরে তৃতীয় পর্যায়ে ২০২টি ঘর নির্মাণ করে মোট ৩৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে ঘর দেওয়া শেষ হলে উপজেলায় আশ্রয়ণে ঘর পাওয়া পরিবারের সংখ্যা দাঁড়াবে ৪৮৩ তে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার পাটগ্রাম উপজেলার যারা ছিন্নমূল, গৃহহীন ও ভূমিহীন তাঁদের জমি এবং ঘর দেওয়া হচ্ছে। এই উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতেই এসব কাজ করা হচ্ছে।’
পাটগ্রামের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। বাসিন্দাদের জন্য দুই কক্ষের সেমিপাকা টিন শেড ঘর নির্মাণের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহ, স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে কাজ অব্যাহত রয়েছে।’
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১৭ মিনিট আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
২৬ মিনিট আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৩২ মিনিট আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৩৯ মিনিট আগে