Ajker Patrika

আদিতমারীতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

লালমনিরহাট প্রতিনিধি
আদিতমারীতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পুর্ব শালমারা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। 

নিহত ইসমাইল হোসেন (৪৮) ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। আটক ইতিমনি (৩৫) ইসমাইলের স্ত্রী এবং সদর উপজেলার দুরাকুটি গ্রামের জগদীশ চন্দ্রের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ১২ বছর আগে ধর্মান্তরিত হয়ে ইতিমনি নাম ধারণ করে ইসমাইল হোসেনকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পরেই আগের ধর্মের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর বিভিন্ন জনের কাছ থেকে টাকা ঋণ নিয়ে প্রেমিকের কাছে জমা রেখে সেই ঋণ পরিশোধে স্বামী ইসমাইলকে চাপ প্রয়োগ করেন। এতে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। 

এদিকে বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে তাঁদের মধ্যে বিবাদ শুরু হলে ইতিমনি ইসমাইলকে দা দিয়ে আঘাত করেন। এ সময় ইসমাইলের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে আপস করিয়ে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় স্বামীর পুরুষাঙ্গে আঘাত করেন, এতে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইতিমনিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ইসমাইলের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। 

নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘ইতিমনি পরকীয়া করত সেটাতে বাধা দেওয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করব।’ 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, নিহতের স্ত্রী ইতিমনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত