Ajker Patrika

ধর্মপুর শালবনে আবারও এসেছে একটি নীলগাই

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
ধর্মপুর শালবনে আবারও এসেছে একটি নীলগাই

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ঠিক এক বছরের মাথায় ভারত থেকে আবারও এসেছে বিলুপ্ত প্রায় প্রাণী ‘নীলগাই’। ধূসর রঙের এই নীলগাইটিকে আজ শনিবার সকাল থেকে ভারত সীমান্ত সংলগ্ন ধর্মপুর শালবন ও এর আশপাশে ছোটাছুটি করতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উৎসুক জনতা নীলগাইটিকে দেখতে ভিড় ধর্মপুর শালবন ও আশপাশের এলাকায় ভিড় করেন।

স্থানীয়রা জানান, সকালে ধর্মপুর শালবন ও আশপাশের জমিতে একটি ধূসর রঙের নীলগাইকে ছোটাছুটি করতে দেখতে পান তাঁরা। এই খবর ছড়িয়ে পড়ার পর এখন অনেকেই ভিড় করছেন ধর্মপুর শালবন ও আশপাশের এলাকায়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন বন বিভাগের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা। 

বন বিভাগের ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসীন আলী বলেন, ‘শনিবার সকালে খবর পেয়ে আমরা এলাকায় ছুটে আসি। এটি নিরীহ একটি প্রাণী। তাই কেউ যাতে এই প্রাণীটিকে বিরক্ত বা ক্ষতি করতে না পারে এ জন্য বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা চেষ্টা চালাচ্ছি।’ 

উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ ভারত থেকে আরও একটি নীলগাই ছুটে আসে ধর্মপুর শালবনে। এরপর দিনভর জনতার ধাওয়া খেয়ে প্রাণ হারায় বিলুপ্ত প্রায় নিরীহ এই প্রাণীটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত