Ajker Patrika

দিনাজপুরে থাকতে হলে মাদক ছাড়তে হবে: এসপি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 
বক্তব্য দিচ্ছেন দিনাজপুরের এসপি মারুফাত হুসাইন। ছবি: আজকের পত্রিকা
বক্তব্য দিচ্ছেন দিনাজপুরের এসপি মারুফাত হুসাইন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর জেলার মাদক কারবারি ও মাদকসেবীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেছেন, দিনাজপুর জেলার মাদক কারবারি ও মাদকসেবীর জেলখানা ছাড়া কোনো জায়গা হবে না। এ জেলায় বসবাস করতে হলে মাদক ছাড়তে হবে।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বিরামপুর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসপি এসব কথা বলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান হয়।

এ সময় এসপি আরও বলেন, ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হয়েছে। এখন নিজেদের পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম, থানা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, থানা যুবদলের সদস্যসচিব মিঞা মো. শিরণ আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত