Ajker Patrika

‘দুইডা ধান বাজারে নিবার চাইলেও প্যাকপানি ভাইঙ্গা নেওন লাগে’

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট (ময়মনসিংহ)
কাদামাটিতে আটকে গেছে ঠেলাগাড়ি। কয়েকজন মিলে ঠেলে পাড় করছেন গাড়িটি। ছবি: আজকের পত্রিকা
কাদামাটিতে আটকে গেছে ঠেলাগাড়ি। কয়েকজন মিলে ঠেলে পাড় করছেন গাড়িটি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামের প্রান্তিক কৃষক সিরাজ আলী। গত মঙ্গলবার বাজারে ধান বিক্রি করতে বের হয়েছিলেন তিনি। কিন্তু বাড়ির সামনের সড়কে পা দিতেই বিপাকে পড়েন। পুরো সড়কে ছোট-বড় গর্তে জমেছে কাদাপানি। পায়ে হেঁটে চলাও দায়। ঠেলাগাড়ি নামালে তা ঢুকে যায় হাঁটুসমান কাদায়। কয়েকজন মিলে ঠেলে ধাক্কা দিয়ে দুই কিলোমিটার সড়ক পার হতে হয়।

সিরাজ আলী আক্ষেপ করে বলেন, ‘দুইডা ধান বাজারে নিবার চাইলেও প্যাকের (কাঁদা) মধ্যে নেওন যায় না। কয়েকজন মিল্লা ঠেইলা ধাক্কায়া নেওন লাগে। বর্ষা আইলে আমগোর এই কষ্টের সীমা থাহে না। এই কষ্ট মেলা বছর ধইরা। চেয়ারম্যান-মেম্বারগো কইয়া কোনো লাভ অইল না। মাপজোক তো মেলা অইল, সড়ক আর পাকা অইল কই। রাইত অইলে বিপদ আরও বাড়ে। আল্লায় জানে, কবে মুক্তি পাইব এই কষ্ট থাইক্কা।’

সরেজমিনে দেখা যায়, ধোবাউড়া উপজেলার সরকারি স্টেডিয়াম চৌরাস্তা থেকে রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটি বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। চরেরভিটা, পূর্ব দর্শা, কাঁঠালিপাড়া, পূর্ব বলরামপুর ও বিলপাড়া—এই পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষকে প্রতিদিন হাঁটুসমান কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। শুষ্ক মৌসুমে এই সড়কে ধুলোবালুর ঝড় ওঠে।

স্থানীয় বাসিন্দা জুবেদ ও হুকুম আলী বলেন, ‘আমাদের দুর্ভোগের কথা বলে শেষ করা যাবে না। নিজের চোখে না দেখলে বোঝা যাবে না।’

একই এলাকার কলেজছাত্র রিয়াদ হোসেন বলেন, ‘বৃষ্টি হলেই সড়ক দিয়ে যাওয়া যায় না। দ্রুত এই সড়ক পাকা করার দাবি জানাচ্ছি।’

সড়কটির অবস্থান তুলনামূলক নিচু এলাকায় জানিয়ে ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (মুকুল) বলেন, ‘সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে শুষ্ক মৌসুমে কাজ শুরু হবে।’

এ ব্যাপারে ধোবাউড়া উপজেলা স্থানীয় সরকার বিভাগের উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, এটি একটি গ্রামীণ কাঁচা সড়ক। সড়ক বিভাগের আইডিতে এই সড়ক নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউএনও স্যারের মাধ্যমে আবেদন করলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত