নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে সুপার শপের টিনের ছাউনি–গ্রিল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে চোরেরা নগদ টাকা, বিভিন্ন জিনিসপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ টাকার মাল নিয়ে গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
থানায় লিখিত অভিযোগে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় স্বপ্ন সুপার শপের আউট লেট। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে সুপার শপ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান।
আজ (শুক্রবার) সকাল ৮টায় প্রতিষ্ঠানের কর্মীরা এসে শাটার খুলে দেখতে পান ভেতরে বিভিন্ন জিনিসপত্র ও মালামাল ছড়ানো–ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। তারা সুপার শপটির ছাউনির টিন ও গ্রিল কাটা দেখে থানা–পুলিশকে অবগত করেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ম্যানেজার মো. সাগর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কর্মকর্তা-কর্মীরা সুপারশপটি বন্ধ করে চলে যাওয়ার পর গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা সুপার শপের লকারে থাকা নগদ এক লাখ ১০ হাজার ৯০৫ টাকা, দেড় লাখ টাকা মূল্যের সিসি ক্যামেরা ডিভিআর মেশিন এবং ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, চোররা সুপার শপের কম্পিউটার, স্ক্যানার, রাউডার, ক্যাশবাক্স ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আরও প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি সাধন করেছে।’ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
নীলফামারীর সৈয়দপুরে সুপার শপের টিনের ছাউনি–গ্রিল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে চোরেরা নগদ টাকা, বিভিন্ন জিনিসপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ টাকার মাল নিয়ে গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
থানায় লিখিত অভিযোগে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় স্বপ্ন সুপার শপের আউট লেট। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে সুপার শপ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান।
আজ (শুক্রবার) সকাল ৮টায় প্রতিষ্ঠানের কর্মীরা এসে শাটার খুলে দেখতে পান ভেতরে বিভিন্ন জিনিসপত্র ও মালামাল ছড়ানো–ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। তারা সুপার শপটির ছাউনির টিন ও গ্রিল কাটা দেখে থানা–পুলিশকে অবগত করেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ম্যানেজার মো. সাগর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কর্মকর্তা-কর্মীরা সুপারশপটি বন্ধ করে চলে যাওয়ার পর গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা সুপার শপের লকারে থাকা নগদ এক লাখ ১০ হাজার ৯০৫ টাকা, দেড় লাখ টাকা মূল্যের সিসি ক্যামেরা ডিভিআর মেশিন এবং ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, চোররা সুপার শপের কম্পিউটার, স্ক্যানার, রাউডার, ক্যাশবাক্স ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আরও প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি সাধন করেছে।’ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
দিনাজপুরের নবাবগঞ্জে ডোবায় পড়ে সিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাদুরিয়ার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা ঐ গ্রামের সুজন মিয়ার মেয়ে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী।
৭ মিনিট আগেইলিয়াস উদ্দিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে
৮ মিনিট আগেসাইকেল চুরির বিষয়ে অভিযোগ দিতে গিয়ে রেজিস্ট্রারের কাছে দুর্ব্যবহার ও হেনস্তার শিকার হয়েছেন বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ তুলেছেন। গত সোমবার দুপুরে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
১০ মিনিট আগেমো. তানভীর সালেহীন ইমনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১২/০২/২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি ডিআইজি, রাজশাহী রেঞ্জ-এর কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
৩৩ মিনিট আগে