সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করি। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি এবং থাকব। সে কারণে যারাই জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছে, তারাই ক্ষমতার বাইরে চলে গেছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করিনি। সে কারণে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে আছে।’
ইউনিয়নের সোনারায় বাজারস্থ এক চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনছার আলী সরদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির উপজেলা সহসভাপতি মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মন্ডল, শান্তিরাম ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম, বেলকা ইউনিয়নের সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির সভাপতি মোছা. আক্তার বানু ইতি, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমুখ।
আলোচনা শেষে ওই ইউনিয়নে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এতে মো. আনছার আলী সরদার সভাপতি, মো. আকবর আলী বসুনিয়া সাধারণ সম্পাদক ও মো. সাইদুর রহমান শামীমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করি। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি এবং থাকব। সে কারণে যারাই জাতীয় পার্টির সঙ্গে বেইমানি করেছে, তারাই ক্ষমতার বাইরে চলে গেছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করিনি। সে কারণে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে আছে।’
ইউনিয়নের সোনারায় বাজারস্থ এক চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনছার আলী সরদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।
এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির উপজেলা সহসভাপতি মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান মন্ডল, শান্তিরাম ইউনিয়নের সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম, বেলকা ইউনিয়নের সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির সভাপতি মোছা. আক্তার বানু ইতি, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমুখ।
আলোচনা শেষে ওই ইউনিয়নে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এতে মো. আনছার আলী সরদার সভাপতি, মো. আকবর আলী বসুনিয়া সাধারণ সম্পাদক ও মো. সাইদুর রহমান শামীমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১১ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১৬ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২১ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২৬ মিনিট আগে