Ajker Patrika

নির্জন পুকুরপাড়ে বসেছিল মাদক-জুয়ার আসর, ৬ যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছয় যুবককে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা
ছয় যুবককে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের একটি নির্জন পুকুরপাড়ে বসেছিল জুয়ার আসর। স্মার্টফোনে চলছিল অনলাইন জুয়া, সঙ্গে চলছিল মাদক সেবন। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে যৌথ বাহিনী। তাঁদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ও আটটি স্মার্টফোন জব্দ করা হয়। আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন। জব্দ করা ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এর আগে গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ফিডার স্কুলপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাঁদের ধরা হয়।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওই এলাকায় যাই। দেখা যায়, একটি নির্জন পুকুরপাড়ে মাদক সেবন ও অনলাইন ক্যাসিনো খেলা চলছে। তাদের হাতেনাতে ধরা হয়।’ গ্রেপ্তার ব্যক্তিরা সবাই সদরের কচুবাড়ী এলাকার বাসিন্দা। সাজাপ্রাপ্তরা হলেন আব্দুল কাইয়ুম, মোস্তফা কামাল, মোমিনুল ইসলাম মোমিন, কামরুল ইসলাম, তাপস রায় ও ধর্ম নারায়ণ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর পুকুরপাড়ে উঠতি বয়সী কিছু যুবক জড়ো হয়ে নেশা ও মোবাইল ফোনে জুয়া নিয়ে মেতে থাকেন। অনেকে বিষয়টি পুলিশকে জানালেও এত দিন তেমন ব্যবস্থা নেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত