Ajker Patrika

‘হামার তিস্তাপাড়ের মাইনসের ভাগ্য আর বদল হইল না’

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
‘হামার তিস্তাপাড়ের মাইনসের ভাগ্য আর বদল হইল না’

‘হামার তিস্তাপাড়ের মাইনসের ভাগ্য আর বদল হইল না। হামাক মনে হয় এইভাবেই তিস্তার বালা মুখোত নিয়া, নদীর ভাঙনের সাথে যুদ্ধ করি বাঁচি থাকা লাগবে।’ দীর্ঘশ্বাস আর হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর ইচলি গ্রামের সাইয়েদুল ইসলাম (৫৫)। 

আজ বুধবার বিকেল ৫টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনে বাড়ি ফেরার পথে এ কথা বলছিলেন তিনি। 

ব্যাটারিচালিত অটোরিকশায় করে এলাকার সঙ্গীরাসহ বাড়ি ফিরছিলেন সাইয়েদুল। এ সময় তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। সমাবেশে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘অনেক আশা নিয়া কাইল রাইত থাকি শেখের বেটির বক্তব্য শুনবার জন্যে আছনুং। রংপুরের মানুষের আশা ছিল এবার হাসিনা রংপুরত আসি কোন দিন তিস্তা নদী বান্দার কাজ শুরু করবে, সেটার ঘোষণা দিবে। কিন্তু হামারগুলার সে আশা আর পূরণ হইল না। খালি কইল তিস্তা নদীর কাজ করবে। কুনদিন করবে সে কথা আর কইল না।’ 

এ সময় সাইয়েদুল ইসলাম আরও বলেন, ‘শেখের বেটি অনেকগুলা কাজ উদ্বোধন করিল। আরও মেলা কাজ করবে সেগুলাও কইল, কিন্তু তিস্তা নদীর বান্দার কথা একবারো জোর দিয়া কইল না। খালি কইল তিস্তার কাজ করবে।’ 

আজ বুধবার বিকেল চারটায় রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সময় রংপুরের উন্নয়নে ২৭টি প্রকল্প ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ভবিষ্যতে রংপুরের আরও উন্নয়ন করবেন বলে এ অঞ্চলের মানুষদের আশ্বাস দেন। তবে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা ছিল প্রধানমন্ত্রী রংপুরে আসলে তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা দিয়ে যাবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা মহাপরিকল্পনার কথা বললেও, তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কোনো কিছু না বলায় এ অঞ্চলের মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। 

এ বিষয় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি তিস্তা মহাপরিকল্পনার কাজ করার কথা বলেছেন। তবে সেই কাজ কবে করবেন, সে কথা বলেননি। এ জন্য মানুষের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, তিনি ফিরে যাওয়ার পর নির্বাচনের আগেই নিজ অর্থায়নে এ কাজের উদ্বোধন করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত