কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে নিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা সেখানে ‘চর উন্নয়ন কমিটি, উলিপুর উপজেলা শাখা’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন।
গতকাল রোববার বিকেলে সাইনবোর্ডটি লাগানো হয়। আজ সোমবার সকালেও এটি সেখানে ছিল। চর উন্নয়ন কমিটির নেতাদের দাবি, অপরিচ্ছন্ন ও নোংরা ভবনটি পরিষ্কার করে পরিবেশ ভালো রাখার জন্য তাঁরা সেখানে সাইনবোর্ড লাগিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনে উপজেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া কার্যালয়টিতে বর্তমানে দরজা-জানালা নেই।
এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর কুড়িগ্রামে চর উন্নয়ন কমিটি গঠন করা হয়। কুড়িগ্রামসহ দেশের চরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে এই কমিটি কাজ করছে। বিএনপি ও সমমনা লোকদের নিয়ে কমিটি গঠন করা হলেও দায়িত্বশীলদের দাবি, এটি একটি অরাজনৈতিক সংগঠন।
খোঁজ নিয়ে জানা গেছে, উলিপুর উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সোলায়মান আলী সরকার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া কমিটির বেশির ভাগ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো প্রসঙ্গে জানতে চাইলে সোলায়মান আলী বলেন, ‘ভবনটি নোংরা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে আশপাশের ব্যবসায়ী ও লোকজনের সমস্যা হয়। আমরা একে পরিচ্ছন্ন রাখতে চর উন্নয়ন কমিটির অফিসকক্ষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আইনি কোনো বাধা থাকলে আমরা সরে যাব।’
সোলায়মান আরও বলেন, ‘আমরা যতটা জানি, এই জায়গাটা কারও নামে নেই। চর উন্নয়ন কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা মনে করি, জায়গাটা যদি ব্যবহার করা যায় তাহলে আশপাশের পরিবেশটা ভালো থাকবে।’
অন্যদিকে এরশাদুল হাবীব বলেন, ‘এটা আওয়ামী লীগের কার্যালয় ছিল, কিন্তু কাগজপত্রে কোথাও এর হদিস পাবেন না। তারা এটা ব্যবহার করছে, যেভাবে দেশ পরিচালনা করেছে দুর্বৃত্তায়ন করে সেভাবে। আমরা এটি অবৈধভাবে ব্যবহার করব না। প্রক্রিয়া মেনে যেভাবে প্রশাসনের কাছে এটা লিজ নেওয়া যায়, সেভাবে নিয়ে ব্যবহার করব। পরিচ্ছন্নতার স্বার্থে আপাতত ভবনটিতে উপজেলা চর উন্নয়ন কমিটির কার্যক্রম চালানো হবে।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যালয় দখল করা নিন্দনীয়। কিন্তু চলমান পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে কিছু বলতে পারছি না।’
কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে নিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা সেখানে ‘চর উন্নয়ন কমিটি, উলিপুর উপজেলা শাখা’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন।
গতকাল রোববার বিকেলে সাইনবোর্ডটি লাগানো হয়। আজ সোমবার সকালেও এটি সেখানে ছিল। চর উন্নয়ন কমিটির নেতাদের দাবি, অপরিচ্ছন্ন ও নোংরা ভবনটি পরিষ্কার করে পরিবেশ ভালো রাখার জন্য তাঁরা সেখানে সাইনবোর্ড লাগিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনে উপজেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া কার্যালয়টিতে বর্তমানে দরজা-জানালা নেই।
এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর কুড়িগ্রামে চর উন্নয়ন কমিটি গঠন করা হয়। কুড়িগ্রামসহ দেশের চরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে এই কমিটি কাজ করছে। বিএনপি ও সমমনা লোকদের নিয়ে কমিটি গঠন করা হলেও দায়িত্বশীলদের দাবি, এটি একটি অরাজনৈতিক সংগঠন।
খোঁজ নিয়ে জানা গেছে, উলিপুর উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সোলায়মান আলী সরকার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া কমিটির বেশির ভাগ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো প্রসঙ্গে জানতে চাইলে সোলায়মান আলী বলেন, ‘ভবনটি নোংরা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে আশপাশের ব্যবসায়ী ও লোকজনের সমস্যা হয়। আমরা একে পরিচ্ছন্ন রাখতে চর উন্নয়ন কমিটির অফিসকক্ষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আইনি কোনো বাধা থাকলে আমরা সরে যাব।’
সোলায়মান আরও বলেন, ‘আমরা যতটা জানি, এই জায়গাটা কারও নামে নেই। চর উন্নয়ন কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা মনে করি, জায়গাটা যদি ব্যবহার করা যায় তাহলে আশপাশের পরিবেশটা ভালো থাকবে।’
অন্যদিকে এরশাদুল হাবীব বলেন, ‘এটা আওয়ামী লীগের কার্যালয় ছিল, কিন্তু কাগজপত্রে কোথাও এর হদিস পাবেন না। তারা এটা ব্যবহার করছে, যেভাবে দেশ পরিচালনা করেছে দুর্বৃত্তায়ন করে সেভাবে। আমরা এটি অবৈধভাবে ব্যবহার করব না। প্রক্রিয়া মেনে যেভাবে প্রশাসনের কাছে এটা লিজ নেওয়া যায়, সেভাবে নিয়ে ব্যবহার করব। পরিচ্ছন্নতার স্বার্থে আপাতত ভবনটিতে উপজেলা চর উন্নয়ন কমিটির কার্যক্রম চালানো হবে।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যালয় দখল করা নিন্দনীয়। কিন্তু চলমান পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে কিছু বলতে পারছি না।’
জনস্বার্থবিরোধী ও হয়রানিমূলক উল্লেখ করে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ অফিস অভিমুখে পদযাত্রা করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। আজ সোমবার দুপুরে নেসকো পিএলসি, ঠাকুরগাঁও কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।
৬ মিনিট আগে‘নোয়াখালীর উপকূলীয় অঞ্চল সুবর্ণচরে ছিল সুপেয় পানির ভান্ডার। খাল-বিল-ডোবায় ভরপুর ছিল এই জনপদ। কৃষির আঁতুড়ঘর বলা হয় সুবর্ণচরকে। কখনো ভাবিনি যে এখানে একদিন সুপেয় পানির জন্য হাহাকার হবে। সাতসকালে উঠেই পরিবারের সদস্যদের পানির তৃষ্ণা মেটাতে যুদ্ধ করতে হয়।
৯ মিনিট আগেতিন দফা দাবিতে রাজধানীর মৎস্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাৎস্যবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী। আজ সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৩ মিনিট আগেবিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
১৭ মিনিট আগে