Ajker Patrika

গোপালগঞ্জে প্রবেশের দুটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৫: ৩৫
গাছ কেটে রাস্তা অবরোধ করেছে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
গাছ কেটে রাস্তা অবরোধ করেছে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে পুলিশের উপর হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও গাছ কেটে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়ায় হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, গাড়ির চালক কাওছার ও পুলিশ সদস্য মিনহাজ আহত হন।

গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে নেতা-কর্মীদের মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে আজ সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা খাটিয়াগড় এলাকায় সমবেত হয়। খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থে গেলে হামলা করে তারা। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বেলা ১১টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ টেকেরহাট সড়কের কংশুর নামক স্থানে একদল মানুষ সড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান ঘটনাস্থলে গেলে তাঁর গাড়িতে হামলা চালায় তারা। এ সময় তাঁর গাড়িচালক হামিম আহত হন।

এনসিপির পদযাত্রার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি নামক স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে বেশ কয়েকটি স্থানে বড় বড় গাছ ফেলে সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা।

এ ছাড়া কোটালীপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো গোপালগঞ্জে।

গাছ কেটে রাস্তা অবরোধ করেছে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
গাছ কেটে রাস্তা অবরোধ করেছে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, এপিবিএন এর সদস্যরা টহল জোরদার করেছে। বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা থাকলেও এনসিপির নেতারা এখনো সেখানে পৌঁছাতে পারেননি। সমাবেশস্থলে স্বল্পসংখ্যক নেতা-কর্মী রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত