Ajker Patrika

‘জামায়াত-এনসিপির গোপন আঁতাত এখন আর গোপন নেই’

কুমিল্লা প্রতিনিধি  
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২১: ৩৫
দেবিদ্বার নিউমার্কেট এলাকায় বিএনপির বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
দেবিদ্বার নিউমার্কেট এলাকায় বিএনপির বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা ও অবমাননার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ করেছে বিএনপি। আজ বুধবার দেবিদ্বার নিউমার্কেট এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ করে তারা।

বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী বলেন, তারেক রহমান ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। মিটফোর্ড হাসপাতালের মতো ঘটনাতেও বিএনপিকে জড়াতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা সম্পর্কে সচেতন। জামায়াত ও এনসিপির সঙ্গে গোপন আঁতাতও এখন আর গোপন নেই।

বিক্ষোভে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত