আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে ইমন কুমার প্রামাণিক (২৭) নামের এক যুবককে অপহরণ করার এক দিন পর অচেতন অবস্থায় রাজশাহীর ঘোড়ামারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ইমনকে রাজশাহী থেকে বাড়িতে নিয়ে এসেছে তাঁর পরিবার। এর আগে গত রোববার রাতে অপহরণকারীরা তাঁকে নওগাঁ শহর থেকে অপহরণ করে।
ইমন কুমার প্রামাণিক সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনি এলাকার বিকাশ চন্দ্রের ছেলে। এ ঘটনায় ইমন কুমারের বাবা বিকাশ চন্দ্র গত সোমবার বিকেলে আদমদীঘি থানায় জিডি করেছেন।
ইমন কুমারের বাবা বিকাশ চন্দ্র জানান, ইমন গত রোববার সন্ধ্যায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এক বন্ধুর কাছে থেকে পাওনা টাকা নিতে বাসা থেকে বেরিয়ে যান। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেননি এবং তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে অনেক জায়গায় সন্ধান করে ইমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত সোমবার দুপুরে বিকাশ চন্দ্রের মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন আসে। ওই ফোনে এক ব্যক্তি ইমনকে ছেড়ে দেওয়ার জন্য ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে, আর যদি বিষয়টি পুলিশকে জানানো হয়, তাহলে ইমনকে মেরে ফেলা হবে। ফোনের কথা অনুযায়ী ওই ব্যক্তির দেওয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠিয়ে দেন বাবা বিকাশ চন্দ্র। পরে আবারও ইমনের ফোন ব্যবহার করে আরও ১০ হাজার টাকা দাবি করেন অপহরণকারী। এর পর থেকে ইমনের ও অপহরণকারীর ফোন বন্ধ পাওয়া যায়।
বিকাশ চন্দ্র আরও জানান, গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর নম্বরে রাজশাহী শহরের ঘোড়ামারা থেকে এক ব্যক্তির ফোনকল আসে। ফোনে জানানো হয়, ইমন কুমার প্রামাণিক নামের এক যুবককে তাঁরা অচেতন অবস্থায় পেয়েছেন। বর্তমানে ইমন কুমার তাঁদের হেফাজতে রয়েছেন। সংবাদ পেয়ে ইমনের বাবাসহ পরিবারের সদস্যরা দ্রুত রাজশাহী যান এবং তাঁদের ছেলেকে সেখানে দেখতে পান।
বিকাশ চন্দ্র জানান, ওই এলাকার লোকজন তাঁকে জানান, গতকাল সকালে তাঁরা অচেতন অবস্থায় ইমনকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের নিকট নিয়ে যান। সেখানে সামান্য সময়ের জন্য ইমনের জ্ঞান ফিরলে তিনি তাঁর পরিবারের ঠিকানা বলতে পারেন।
এ বিষয়ে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, জ্ঞান ফিরলে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসা করা হবে। ইমন বর্তমানে নওগাঁ সরকারি কলেজ থেকে অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছেন এবং তাঁর বাবা বিকাশ চন্দ্র সান্তাহার পৌরসভার একজন অবসরপ্রাপ্ত কর্মচারী।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহর থেকে ইমন কুমার প্রামাণিক (২৭) নামের এক যুবককে অপহরণ করার এক দিন পর অচেতন অবস্থায় রাজশাহীর ঘোড়ামারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ইমনকে রাজশাহী থেকে বাড়িতে নিয়ে এসেছে তাঁর পরিবার। এর আগে গত রোববার রাতে অপহরণকারীরা তাঁকে নওগাঁ শহর থেকে অপহরণ করে।
ইমন কুমার প্রামাণিক সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনি এলাকার বিকাশ চন্দ্রের ছেলে। এ ঘটনায় ইমন কুমারের বাবা বিকাশ চন্দ্র গত সোমবার বিকেলে আদমদীঘি থানায় জিডি করেছেন।
ইমন কুমারের বাবা বিকাশ চন্দ্র জানান, ইমন গত রোববার সন্ধ্যায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এক বন্ধুর কাছে থেকে পাওনা টাকা নিতে বাসা থেকে বেরিয়ে যান। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেননি এবং তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে অনেক জায়গায় সন্ধান করে ইমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত সোমবার দুপুরে বিকাশ চন্দ্রের মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন আসে। ওই ফোনে এক ব্যক্তি ইমনকে ছেড়ে দেওয়ার জন্য ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে, আর যদি বিষয়টি পুলিশকে জানানো হয়, তাহলে ইমনকে মেরে ফেলা হবে। ফোনের কথা অনুযায়ী ওই ব্যক্তির দেওয়া বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠিয়ে দেন বাবা বিকাশ চন্দ্র। পরে আবারও ইমনের ফোন ব্যবহার করে আরও ১০ হাজার টাকা দাবি করেন অপহরণকারী। এর পর থেকে ইমনের ও অপহরণকারীর ফোন বন্ধ পাওয়া যায়।
বিকাশ চন্দ্র আরও জানান, গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর নম্বরে রাজশাহী শহরের ঘোড়ামারা থেকে এক ব্যক্তির ফোনকল আসে। ফোনে জানানো হয়, ইমন কুমার প্রামাণিক নামের এক যুবককে তাঁরা অচেতন অবস্থায় পেয়েছেন। বর্তমানে ইমন কুমার তাঁদের হেফাজতে রয়েছেন। সংবাদ পেয়ে ইমনের বাবাসহ পরিবারের সদস্যরা দ্রুত রাজশাহী যান এবং তাঁদের ছেলেকে সেখানে দেখতে পান।
বিকাশ চন্দ্র জানান, ওই এলাকার লোকজন তাঁকে জানান, গতকাল সকালে তাঁরা অচেতন অবস্থায় ইমনকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের নিকট নিয়ে যান। সেখানে সামান্য সময়ের জন্য ইমনের জ্ঞান ফিরলে তিনি তাঁর পরিবারের ঠিকানা বলতে পারেন।
এ বিষয়ে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, জ্ঞান ফিরলে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসা করা হবে। ইমন বর্তমানে নওগাঁ সরকারি কলেজ থেকে অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছেন এবং তাঁর বাবা বিকাশ চন্দ্র সান্তাহার পৌরসভার একজন অবসরপ্রাপ্ত কর্মচারী।
বগুড়ায় নিজ বাড়িতে দাদিশাশুড়ি ও তাঁর নাতবউকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বগুড়া পৌর এলাকার ইসলামপুর (হরিগাড়ি) পশ্চিম পাড়ায় এই খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮০) এবং তাঁর নাতি পারভেজ ইসলামের
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া চৌধুরী রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন সিরাজদিখান উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথিত মাদক কারবারির গুলিতে শান্ত রাজবংশী (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘড়া বাজারসংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিল
২ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ ১০ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে এক আহত শিক্ষার্থীর বাবার করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে