Ajker Patrika

মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকচাপায় নিহত স্ত্রী, আহত স্বামী

রংপুর প্রতিনিধি
মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকচাপায় নিহত স্ত্রী, আহত স্বামী

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রংপুর নগরীর ঢাকা-দিনাজপুর মহাসড়কের চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম রিভানা আক্তার (৩০)। তাঁর স্বামীর নাম মমদেল মিয়া (৩৫)। তাঁদের বাড়ি দিনাজপুরের খালিবপুর নবাবগঞ্জে বলে জানিয়েছেন ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, দুপুর ২টার দিকে ওই দম্পতি মোটরসাইকেলে চড়ে চেকপোস্ট এলাকায় পৌঁছালে রিভানা আক্তার হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হন। তার স্বামী মমদেল মিয়াও পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্মরত চিকিৎসক রিভানাকে মৃত ঘোষণা করেন। রিভানাকে চাপা দেওয়া ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে। তবে ওই নারী কীভাবে ছিটকে পড়ল সেটি জানা যায়নি। 

ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নারীকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়েছেন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতের স্বামী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত