Ajker Patrika

দেশের চেহারা বদলে গেছে: খানসামায় অর্থমন্ত্রী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
Thumbnail image

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। দেখেন আজ দেশের চেহারা বদলে গেছে, সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।’ আজ শুক্রবার সকালে দিনাজপুরের খানসামায় একটি কলেজের ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার সকালে উপজেলার গোয়ালডিহি বাংলা ভাষা কলেজের ৪ তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশ উল্টে পথে যাত্রা শুরু করে। কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা সগৌরবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তারপর তিনি নির্বাচনের মাধ্যমে পরপর প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করে বাংলাদেশকে আজ এত দূর নিয়ে এসেছেন। তাতে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত