সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ সময় তার মোবাইলের কভারে নিচে থাকা একটি চিরকুট পায় পুলিশ। সেখানে সে লিখে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ চিরকুটটি ওই স্কুলশিক্ষার্থীর বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ওয়াপদা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরা হয়ে যায়।
শান্ত রায় বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি এলাকার শ্রী সাগর রায়ের ছেলে। সে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্ত রায় এবার নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রোববার সকালে সে স্কুলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে। স্কুল থেকে বের হয়ে সে উল্লেখিত এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন কাছাকাছি আসলে রেললাইনে ঝাঁপ দেয় সে। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরো হয়ে যায়।
শান্ত রায়ের বাবা সাগর রায় বলেন, ‘অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই সে স্কুলে আসে। বাড়িতে তার আত্মহত্যা করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’
সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘শান্ত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার নামের মতোই সে শান্ত প্রকৃতির ছেলে। আজও স্কুলে এসেছিল। তাকে দেখে স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করল তা আমার জানা নেই।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমারা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে মরদেহের প্যান্টের পকেটে রাখা মোবাইলের কভারের ভেতরে থেকে একটি চিরকুট উদ্ধার করি। চিরকুটে মোবাইল নম্বরসহ লেখা রয়েছে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ আমি নিজে স্কুলে গিয়ে তার পরীক্ষার খাতার সঙ্গে চিরকুটের লেখা মিলিয়ে দেখেছি। আমার মনে হয়েছে এটি তার হাতেই লেখা।’
ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’
নীলফামারীর সৈয়দপুরে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ সময় তার মোবাইলের কভারে নিচে থাকা একটি চিরকুট পায় পুলিশ। সেখানে সে লিখে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ চিরকুটটি ওই স্কুলশিক্ষার্থীর বলে নিশ্চিত করেছে পুলিশ।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ওয়াপদা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরা হয়ে যায়।
শান্ত রায় বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি এলাকার শ্রী সাগর রায়ের ছেলে। সে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্ত রায় এবার নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রোববার সকালে সে স্কুলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে। স্কুল থেকে বের হয়ে সে উল্লেখিত এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন কাছাকাছি আসলে রেললাইনে ঝাঁপ দেয় সে। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরো হয়ে যায়।
শান্ত রায়ের বাবা সাগর রায় বলেন, ‘অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই সে স্কুলে আসে। বাড়িতে তার আত্মহত্যা করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’
সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘শান্ত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার নামের মতোই সে শান্ত প্রকৃতির ছেলে। আজও স্কুলে এসেছিল। তাকে দেখে স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করল তা আমার জানা নেই।’
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমারা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে মরদেহের প্যান্টের পকেটে রাখা মোবাইলের কভারের ভেতরে থেকে একটি চিরকুট উদ্ধার করি। চিরকুটে মোবাইল নম্বরসহ লেখা রয়েছে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ আমি নিজে স্কুলে গিয়ে তার পরীক্ষার খাতার সঙ্গে চিরকুটের লেখা মিলিয়ে দেখেছি। আমার মনে হয়েছে এটি তার হাতেই লেখা।’
ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর এটি ‘হত্যাকাণ্ড’ বলে অভিহিত করে হত্যার ঘটনায় প্রশাসনের প্রহসনের প্রতিবাদে
২ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উপদাখালী নদীতে ডুবে মো. আলী আসাদ (৩) নামের এক শিশু মারা গেছে। সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ঘোষপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৩৫) ও আম্বিয়া খাতুন (২৮) দম্পতির একমাত্র সন্তান।
৪ মিনিট আগেপ্রতিষ্ঠানটির চারটি হোস্টেলে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ শিক্ষার্থী থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একাদশ শ্রেণির শিক্ষার্থী নাবিদুল ইসলাম সৈকত জানায়, তার বাড়ি রাজবাড়ীতে। বিমান দুর্ঘটনার পর সারা দিন সে উদ্ধারকাজে অংশ নেয়। তবে তার পরিবার চায়নি দুর্ঘটনার পর সে হোস্টেলে থাকুক। ফলে এখন সে তার মামা সাগর
৮ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধারকাজ আজকের মতো সমাপ্ত হয়েছে। বাকি কাজ আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) আবার শুরু হবে।
৯ মিনিট আগে