Ajker Patrika

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকের মতো উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকের মতো উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধারকাজ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছে। বাকি কাজ আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) আবার শুরু হবে।

দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে আজ সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি)।

সরেজমিনে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে একটি সেনাবাহিনীর ক্রেন ও আরেকটি ক্রেন দিয়ে বিমানের ধ্বংসাবশেষ ট্রাকে তোলা হয়। সর্বশেষ তিনটি ট্রাকে করে বিমানের ধ্বংসাবশেষগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

ডিসি বলেন, বর্তমানে ভেতরে কোনো আহত ব্যক্তি বা মরদেহ নেই। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিসি মুহিদুল ইসলাম আরও বলেন, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ সেনাবাহিনী ও বিমানবাহিনীর তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হচ্ছে। বাকি যতটুকু রয়ে গেছে, সেগুলোও তারা সরিয়ে নেবে।

ভেতরের পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে মুহিদুল ইসলাম বলেন, ভেতরে বর্তমানের সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

মরদেহের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, যাদের মরদেহ শনাক্ত হবে, তাদের পরিবাদের জিম্মায় দিয়ে দেওয়া হবে। যাদের শনাক্ত হবে না, তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। পরে তাদের পরিচয় চিহ্নিত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, ডিএনএ স্যাম্পল সংগ্রহের জন্য সিআইডিসহ অন্যান্য ইউনিটের লোকজন কাজ করছেন। এ ছাড়া পুলিশের কয়েকটি টিম মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৭১ জন আহতের খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত