উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধারকাজ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছে। বাকি কাজ আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) আবার শুরু হবে।
দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে আজ সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি)।
সরেজমিনে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে একটি সেনাবাহিনীর ক্রেন ও আরেকটি ক্রেন দিয়ে বিমানের ধ্বংসাবশেষ ট্রাকে তোলা হয়। সর্বশেষ তিনটি ট্রাকে করে বিমানের ধ্বংসাবশেষগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
ডিসি বলেন, বর্তমানে ভেতরে কোনো আহত ব্যক্তি বা মরদেহ নেই। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিসি মুহিদুল ইসলাম আরও বলেন, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ সেনাবাহিনী ও বিমানবাহিনীর তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হচ্ছে। বাকি যতটুকু রয়ে গেছে, সেগুলোও তারা সরিয়ে নেবে।
ভেতরের পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে মুহিদুল ইসলাম বলেন, ভেতরে বর্তমানের সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
মরদেহের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, যাদের মরদেহ শনাক্ত হবে, তাদের পরিবাদের জিম্মায় দিয়ে দেওয়া হবে। যাদের শনাক্ত হবে না, তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। পরে তাদের পরিচয় চিহ্নিত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, ডিএনএ স্যাম্পল সংগ্রহের জন্য সিআইডিসহ অন্যান্য ইউনিটের লোকজন কাজ করছেন। এ ছাড়া পুলিশের কয়েকটি টিম মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।
উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৭১ জন আহতের খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধারকাজ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছে। বাকি কাজ আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) আবার শুরু হবে।
দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে আজ সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি)।
সরেজমিনে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে একটি সেনাবাহিনীর ক্রেন ও আরেকটি ক্রেন দিয়ে বিমানের ধ্বংসাবশেষ ট্রাকে তোলা হয়। সর্বশেষ তিনটি ট্রাকে করে বিমানের ধ্বংসাবশেষগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
ডিসি বলেন, বর্তমানে ভেতরে কোনো আহত ব্যক্তি বা মরদেহ নেই। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিসি মুহিদুল ইসলাম আরও বলেন, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ সেনাবাহিনী ও বিমানবাহিনীর তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হচ্ছে। বাকি যতটুকু রয়ে গেছে, সেগুলোও তারা সরিয়ে নেবে।
ভেতরের পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে মুহিদুল ইসলাম বলেন, ভেতরে বর্তমানের সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
মরদেহের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, যাদের মরদেহ শনাক্ত হবে, তাদের পরিবাদের জিম্মায় দিয়ে দেওয়া হবে। যাদের শনাক্ত হবে না, তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। পরে তাদের পরিচয় চিহ্নিত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, ডিএনএ স্যাম্পল সংগ্রহের জন্য সিআইডিসহ অন্যান্য ইউনিটের লোকজন কাজ করছেন। এ ছাড়া পুলিশের কয়েকটি টিম মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।
উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৭১ জন আহতের খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
১ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
১ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
১ ঘণ্টা আগে