Ajker Patrika

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

লালমনিরহাট প্রতিনিধি 
হামলার শিকার শফিকুলের একটি ঘর। ছবি: সংগৃহীত
হামলার শিকার শফিকুলের একটি ঘর। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে জেলার জেলখানা রোডের ডায়াবেটিক হাসপাতাল এলাকার এ ঘটনায় চার ভাইকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন সিজান, রোহান, দুলালী, জাহানারা ও আব্দুল হামিদ। অন্য তিনজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন লালমনিরহাট শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকার জিয়ারুল ইসলাম (২৩), তাঁর তিন ভাই সৈকত (১৮), শাহিনুর ইসলাম (২৬) ও সজীব (২৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হাসি দেওয়াকে কেন্দ্র করে শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকার সজীবদের সঙ্গে কথাকাটাকাটি হয় একই এলাকার সিজানের। এ সময় সিজানকে একা পেয়ে মারধর করে ওই পক্ষ। পরে প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন আব্দুস সালাম। এ সময় একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

আহত সিজান ও তাঁর পরিবারকে দেখতে সিজানের বন্ধুরা সন্ধ্যায় তাঁর বাসায় যান। এ সময় শফিকুল ইসলাম ও তাঁর ছেলেরা আবার সিজানের বাবা আব্দুস সালামের ওপর হামলা চালান। তাতে কয়েকজন আহত হন। রাতে ছিনিয়ে নেওয়া মোবাইল ফেরত দিতে চেয়ে বাইরে রোহান ও সিজানকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন শফিকুলের ছেলেরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রোহান ও সিজানকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ সময় একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী শফিকুলের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শফিকুলের চার ছেলেকে আটক করে। এ ঘটনায় আহত রোহানের মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী আজকের পত্রিকাকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক শফিকুলের চার ছেলেকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত