সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীর (ডিইই) বিরুদ্ধে অধস্তন কর্মচারীকে দপ্তরে ডেকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রেলওয়ে শ্রমিকেরা।
আজ সোমবার সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন শ্রমিকেরা। এ সময় শ্রমিক লীগের নেতারা শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সভাপতি নুরুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক ছালেহ উদ্দিন ও ওপেন লাইন শাখার সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গত শনিবার বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী খায়রুল ইসলাম কোনো কারণ ছাড়াই তাঁর অফিসে মিটার রিডার ফারুক হোসেনকে ডেকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। প্রতিবাদ করায় জুতা খুলে ফারুককে মারধর করেন।
তাঁরা অবিলম্বে ওই প্রকৌশলীকে বদলিসহ বিভাগীয় ব্যবস্থার দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের বার্ষিক পোশাক, অন্য প্রাসঙ্গিক দ্রব্যাদি প্রাপ্তি এবং চিকিৎসা ভাতা প্রদানে গাফিলতি দূর করে সঠিক সময়ে বিতরণের আহ্বান জানান।
সমাবেশে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। তবে ডিইইকে কারখানা থেকে প্রত্যাহার তথা বদলির এখতিয়ার তাঁর নেই বলে জানান।
পরে বিষয়টি রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের ওপর ন্যস্ত করা হয়। তিনি ঢাকা থেকে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানালে শ্রমিকেরা কাজে ফিরে যান।
অভিযুক্ত প্রকৌশলীর (ডিইই) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিটার রিডার ফারুক তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। তিনি মিটারের বিল রিডিংয়ে নয়ছয় করার কারণে আমার রেলওয়ের বাসভবনের বিদ্যুতের বিল প্রতি মাসে অতিরিক্ত আসে। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসা করায় তিনি আমার সঙ্গে অসদাচরণ করেন। তাই আমি তাঁর বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ফারুক নিজের অপকর্ম আড়াল করতে মারধরের মিথ্যে অভিযোগ তুলে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে।’ তবে এ বিষয়ে ভুক্তভোগী ফারুক হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এমনকি সংবাদকর্মীদের দেখে তিনি একরকম আড়ালে চলে যান।
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীর (ডিইই) বিরুদ্ধে অধস্তন কর্মচারীকে দপ্তরে ডেকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রেলওয়ে শ্রমিকেরা।
আজ সোমবার সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন শ্রমিকেরা। এ সময় শ্রমিক লীগের নেতারা শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সভাপতি নুরুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক ছালেহ উদ্দিন ও ওপেন লাইন শাখার সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গত শনিবার বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী খায়রুল ইসলাম কোনো কারণ ছাড়াই তাঁর অফিসে মিটার রিডার ফারুক হোসেনকে ডেকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। প্রতিবাদ করায় জুতা খুলে ফারুককে মারধর করেন।
তাঁরা অবিলম্বে ওই প্রকৌশলীকে বদলিসহ বিভাগীয় ব্যবস্থার দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের বার্ষিক পোশাক, অন্য প্রাসঙ্গিক দ্রব্যাদি প্রাপ্তি এবং চিকিৎসা ভাতা প্রদানে গাফিলতি দূর করে সঠিক সময়ে বিতরণের আহ্বান জানান।
সমাবেশে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। তবে ডিইইকে কারখানা থেকে প্রত্যাহার তথা বদলির এখতিয়ার তাঁর নেই বলে জানান।
পরে বিষয়টি রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের ওপর ন্যস্ত করা হয়। তিনি ঢাকা থেকে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানালে শ্রমিকেরা কাজে ফিরে যান।
অভিযুক্ত প্রকৌশলীর (ডিইই) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিটার রিডার ফারুক তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। তিনি মিটারের বিল রিডিংয়ে নয়ছয় করার কারণে আমার রেলওয়ের বাসভবনের বিদ্যুতের বিল প্রতি মাসে অতিরিক্ত আসে। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসা করায় তিনি আমার সঙ্গে অসদাচরণ করেন। তাই আমি তাঁর বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ফারুক নিজের অপকর্ম আড়াল করতে মারধরের মিথ্যে অভিযোগ তুলে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে।’ তবে এ বিষয়ে ভুক্তভোগী ফারুক হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এমনকি সংবাদকর্মীদের দেখে তিনি একরকম আড়ালে চলে যান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
১৬ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
১ ঘণ্টা আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
১ ঘণ্টা আগে