Ajker Patrika

পঞ্চগড়ে বাংলাদেশির পায়ে বিএসএফের গুলি

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১: ১৯
পঞ্চগড়ে বাংলাদেশির পায়ে বিএসএফের গুলি

পঞ্চগড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে। 

গতকাল শনিবার গভীর রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হাবিবুর রহমান ছুটু বোদা উপজেলার নুরপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় শশী সীমান্ত এলাকায় ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তাঁর বাম পায়ের ঊরুতে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে থানা-পুলিশের সহায়তায় আজ রোববার ভোর সকালে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত