Ajker Patrika

বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশে ময়মনসিংহ ছাড়লেন জামায়াতের নেতা-কর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি
আজ ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ছবি: আজকের পত্রিকা
আজ ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

সমাবেশ সফল করতে বিশেষ ট্রেনে করে ঢাকার উদ্দেশে ময়মনসিংহ ছেড়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘সমাবেশ সফল করতে ময়মনসিংহ থেকে ট্রেনে করে ৫ হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশে যাচ্ছি। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আগামী নির্বাচনের সঠিক বার্তা আসবে সমাবেশ থেকে। আশা করছি সমাবেশে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার চিত্র ফুটে উঠবে। কেন্দ্রীয় নেতা-কর্মীদের বার্তা নিয়ে আমরাও তৃণমূলকে সুসংগঠিত করার কাজ জোরালোভাবে করব।

সমাবেশকে ঘিরে স্টেশনে আগে থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। অনেককে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত অবস্থায় দেখা যায়। তাঁদের সঙ্গে ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।

ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার বলেন, সমাবেশ ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা উজ্জীবিত। সবাই সমাবেশ সফল করতে যে যার মতো করে ঢাকা যাচ্ছে। মানুষ জামায়াতে ইসলামীকে কত ভালোবাসে, সমাবেশেই প্রমাণ করবে। এ দেশের মানুষ মনে-প্রাণে চায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক।

আজ ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ছবি: আজকের পত্রিকা
আজ ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিতে মন্ত্রণালয়ে আবেদন করে স্পেশাল ট্রেন বরাদ্দ চাওয়া হয়। পরে ভাড়ার ভিত্তিতে আট কোচের ট্রেনটি বরাদ্দ দেওয়া হয়। এর মোট আসনসংখ্যা ৪২৮। আসা-যাওয়ার জন্য ট্রেনের ভাড়া পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা।

সমাবেশ শেষে ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে আবার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত