Ajker Patrika

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের ছোটাছুটি, ২৫ মিনিট আকাশে চক্বর খেল ফ্লাইট

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৪, ১৪: ৫৩
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের ছোটাছুটি, ২৫ মিনিট আকাশে চক্বর খেল ফ্লাইট

বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইট। তখন রানওয়েতে ছোটাছুটি করছিল এক শিয়াল। নামতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে উড়োজাহাজ। শিয়ালটি সরে গেলে ২৫ মিনিট পর ফ্লাইট অবতরণ করে। আজ শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। 

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ডি উড়োজাহাজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে সৈয়দপুরে পৌঁছায়। কিন্তু রানওয়েতে একটি শেয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখে পাইলট আকাশে চক্কর দিতে থাকেন। 

তিনি আরও বলেন, পাইলটের কাছে জানার পর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শিয়ালটি তাড়িয়ে দিলে প্রায় ২৫ মিনিট পর পৌনে ৯টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সৈয়দপুর বিমানবন্দর

আতিকুল ইসলাম নামে ওই ফ্লাইটের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পাইলট উড়োজাহাজ আবার ওপরে তোলেন। এরপর ২৫ মিনিট ধরে আকাশে চক্কর দিতে থাকেন। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইটটি অবতরণ করার পর তাঁরা জানতে পারেন বিমানবন্দর রানওয়েতে নামার সময় একটি শিয়াল নজরে আসায় পাইলট ফ্লাইটটি অবতরণ না করিয়ে এভাবে চক্কর দিচ্ছিলেন। 

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি বড় ধরনের কিছু না। ঘটনাটি জানার পর নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত