কুড়িগ্রাম প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার্থী জিম আক্তার। বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিন বাবা জুয়েল মিয়ার (৫০) সঙ্গে কেন্দ্রে যাওয়ার কথা ছিল তার। মেয়েকে কথা দিয়েছিলেন তিনি। কথা রাখতে কাজ শেষ করে বুধবার রাতেই রংপুর থেকে বাড়িতে ফেরেন পেশায় কাঠমিস্ত্রি জুয়েল মিয়া।
কিন্তু মেয়েকে দেওয়া কথা রাখতে পারেননি জুয়েল। বাবার লাশ বাড়িতে রেখে একাই কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছে জিম।
জিম আক্তারের বাড়ি কুড়িগ্রাম সদরের পৌর এলাকার ভরসার মোড় এলাকায়। এ বছর নীলারাম স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে জিম। তার কেন্দ্র কুড়িগ্রাম সরকারি কলেজ। বৃহস্পতিবার ভোরের দিকে হার্টঅ্যাটাক করে বাড়িতেই মারা যান জিমের বাবা জুয়েল মিয়া। এমন পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে না চাইলেও স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে যায় জিম।
জিমের পরিবার জানায়, জুয়েল মিয়ার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে জিম দ্বিতীয়। বৃহস্পতিবার জিমের প্রথম পরীক্ষা হওয়ায় বুধবার রাতে কাজ শেষ করেই রংপুর থেকে বাড়ি ফেরেন জুয়েল। বাড়িতে আত্মীয় থাকায় একা একটি কক্ষে ঘুমান। বৃহস্পতিবার ভোরে জিম ঘুম থেকে উঠে পড়তে বসার সময় পাশের ঘর থেকে বাবার গোঙানির শব্দ শুনতে পায়। ডাকাডাকিতে জুয়েল মিয়া সাড়া না দিলে ঘরের বেড়ার টিন খুলে ভেতরে ঢুকলে তাঁকে মৃত অবস্থায় পায় পরিবারের লোকজন।
জুয়েল মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। বাবার লাশ রেখে পরীক্ষায় অংশ নিতে চায়নি জিম। কিন্তু স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে অবশেষে সে পরীক্ষা দিতে গেছে।
জিম বলে, ‘বাবার সাথে কথা ছিল তিনি আমাকে নিয়ে কেন্দ্রে দিয়ে আসবেন। বাবা বলেছিলেন, মা, যত রাতই হোক আমি বাড়ি যাব। বাবা এসেছিলেনও। কিন্তু হঠাৎ বাবার মৃত্যু আমার আশা পূরণ করতে দেয়নি। আমার বাবা অনেক কষ্ট করে আমার পড়াশোনার খরচ জোগাতেন। এ জন্য পরিবারের লোকজনসহ সবাই আমাকে পরীক্ষায় অংশ নিতে বলেছে। পরে একা গিয়ে পরীক্ষা দিয়েছি। সবার দোয়ায় পরীক্ষা ভালো হয়েছে।’
জুয়েল মিয়া অসুস্থ ছিলেন জানিয়ে জিম বলে, ‘আমরা গরিব মানুষ। বাবা কাঠমিস্ত্রির কাজ করে পরিবারের খরচের পাশাপাশি আমাদের লেখাপড়ার খরচ দিতেন। তিনি নিজে অসুস্থ থাকলেও টাকার অভাবের কারণে ডাক্তার দেখাতে চাননি। আজ বাবা চলে যাওয়ায় আমাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ল। সবাই বাবার জন্য দোয়া করবেন।’
ভরসারমোড় এলাকার বাসিন্দা ও জিমের প্রতিবেশী মেহেদী হাসান মিঠু বলেন, ‘জুয়েল মিয়া আমার প্রতিবেশী। হঠাৎ ভোরে তাদের বাড়িতে চিৎকার শুনে গিয়ে দেখি উনি মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁর মেয়ে জিম এবার এইচএসসি পরীক্ষার্থী। সবার পরামর্শে বাবার লাশ রেখে সে পরীক্ষায় অংশ নিয়েছে।’
ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. সহিরন বেগম বলেন, ‘জুয়েল মিয়ার আকস্মিক মৃত্যুতে তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিয়েছে। বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়া অবশ্যই অনেক কঠিন কাজ। মাগরিবের পরে জুয়েল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।’
এইচএসসি পরীক্ষার্থী জিম আক্তার। বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিন বাবা জুয়েল মিয়ার (৫০) সঙ্গে কেন্দ্রে যাওয়ার কথা ছিল তার। মেয়েকে কথা দিয়েছিলেন তিনি। কথা রাখতে কাজ শেষ করে বুধবার রাতেই রংপুর থেকে বাড়িতে ফেরেন পেশায় কাঠমিস্ত্রি জুয়েল মিয়া।
কিন্তু মেয়েকে দেওয়া কথা রাখতে পারেননি জুয়েল। বাবার লাশ বাড়িতে রেখে একাই কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছে জিম।
জিম আক্তারের বাড়ি কুড়িগ্রাম সদরের পৌর এলাকার ভরসার মোড় এলাকায়। এ বছর নীলারাম স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে জিম। তার কেন্দ্র কুড়িগ্রাম সরকারি কলেজ। বৃহস্পতিবার ভোরের দিকে হার্টঅ্যাটাক করে বাড়িতেই মারা যান জিমের বাবা জুয়েল মিয়া। এমন পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে না চাইলেও স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে যায় জিম।
জিমের পরিবার জানায়, জুয়েল মিয়ার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে জিম দ্বিতীয়। বৃহস্পতিবার জিমের প্রথম পরীক্ষা হওয়ায় বুধবার রাতে কাজ শেষ করেই রংপুর থেকে বাড়ি ফেরেন জুয়েল। বাড়িতে আত্মীয় থাকায় একা একটি কক্ষে ঘুমান। বৃহস্পতিবার ভোরে জিম ঘুম থেকে উঠে পড়তে বসার সময় পাশের ঘর থেকে বাবার গোঙানির শব্দ শুনতে পায়। ডাকাডাকিতে জুয়েল মিয়া সাড়া না দিলে ঘরের বেড়ার টিন খুলে ভেতরে ঢুকলে তাঁকে মৃত অবস্থায় পায় পরিবারের লোকজন।
জুয়েল মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। বাবার লাশ রেখে পরীক্ষায় অংশ নিতে চায়নি জিম। কিন্তু স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে অবশেষে সে পরীক্ষা দিতে গেছে।
জিম বলে, ‘বাবার সাথে কথা ছিল তিনি আমাকে নিয়ে কেন্দ্রে দিয়ে আসবেন। বাবা বলেছিলেন, মা, যত রাতই হোক আমি বাড়ি যাব। বাবা এসেছিলেনও। কিন্তু হঠাৎ বাবার মৃত্যু আমার আশা পূরণ করতে দেয়নি। আমার বাবা অনেক কষ্ট করে আমার পড়াশোনার খরচ জোগাতেন। এ জন্য পরিবারের লোকজনসহ সবাই আমাকে পরীক্ষায় অংশ নিতে বলেছে। পরে একা গিয়ে পরীক্ষা দিয়েছি। সবার দোয়ায় পরীক্ষা ভালো হয়েছে।’
জুয়েল মিয়া অসুস্থ ছিলেন জানিয়ে জিম বলে, ‘আমরা গরিব মানুষ। বাবা কাঠমিস্ত্রির কাজ করে পরিবারের খরচের পাশাপাশি আমাদের লেখাপড়ার খরচ দিতেন। তিনি নিজে অসুস্থ থাকলেও টাকার অভাবের কারণে ডাক্তার দেখাতে চাননি। আজ বাবা চলে যাওয়ায় আমাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ল। সবাই বাবার জন্য দোয়া করবেন।’
ভরসারমোড় এলাকার বাসিন্দা ও জিমের প্রতিবেশী মেহেদী হাসান মিঠু বলেন, ‘জুয়েল মিয়া আমার প্রতিবেশী। হঠাৎ ভোরে তাদের বাড়িতে চিৎকার শুনে গিয়ে দেখি উনি মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁর মেয়ে জিম এবার এইচএসসি পরীক্ষার্থী। সবার পরামর্শে বাবার লাশ রেখে সে পরীক্ষায় অংশ নিয়েছে।’
ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. সহিরন বেগম বলেন, ‘জুয়েল মিয়ার আকস্মিক মৃত্যুতে তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিয়েছে। বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়া অবশ্যই অনেক কঠিন কাজ। মাগরিবের পরে জুয়েল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।’
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
৬ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
৬ ঘণ্টা আগে