মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আমচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এতে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা শাহিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া আমচাষি আব্দুস সালাম সরকার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল ও খোঁড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামাসহ স্থানীয় হাঁড়িভাঙ্গা আমচাষিসহ ব্যবসায়ীরা।
সভায় চাষিরা আমের বড় বাজার পীরগঞ্জে বেচাকেনার জন্য শেড নির্মাণ, বাজারে যানবাহন চলাচলের কাঁচা রাস্তা মেরামত, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা, আম চাষ সম্পর্কে প্রশিক্ষণ এবং একটি ব্যাংক শাখা চালু করার দাবি জানান। চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দাবিগুলো যতটুকু সম্ভব পূরণ করার আশ্বাস দিয়েছেন।
পরে আমচাষি ও কৃষি কর্মকর্তার মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত তারিখের আগে হাঁড়িভাঙ্গা বাজারজাত না করার জন্য সব আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ইউএনও ফাতেমাতুজ জোহরা।
আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আমচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এতে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হেকিম, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা শাহিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া আমচাষি আব্দুস সালাম সরকার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল ও খোঁড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামাসহ স্থানীয় হাঁড়িভাঙ্গা আমচাষিসহ ব্যবসায়ীরা।
সভায় চাষিরা আমের বড় বাজার পীরগঞ্জে বেচাকেনার জন্য শেড নির্মাণ, বাজারে যানবাহন চলাচলের কাঁচা রাস্তা মেরামত, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা, আম চাষ সম্পর্কে প্রশিক্ষণ এবং একটি ব্যাংক শাখা চালু করার দাবি জানান। চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দাবিগুলো যতটুকু সম্ভব পূরণ করার আশ্বাস দিয়েছেন।
পরে আমচাষি ও কৃষি কর্মকর্তার মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত তারিখের আগে হাঁড়িভাঙ্গা বাজারজাত না করার জন্য সব আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ইউএনও ফাতেমাতুজ জোহরা।
পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১ সেকেন্ড আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১০ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে