দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মোমিনুল ইসলাম (১৭)। আজ রোববার দুপুরে মোহনপুর রাবার ড্যামে এই দুর্ঘটনার ঘটে।
মোমিনুল ইসলাম দিনাজপুর পৌরসভার ফুলবাড়ী বাসস্ট্যান্ড লাইন পাড় এলাকার ধলা মিয়ার ছেলে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও দিনাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোমিনুলসহ কয়েকজন মিলে দুপুরে মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে আত্রাই নদীর মাঝখানে সেতুর পুরাতন একটি খুঁটিতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করে মোমিনুল। এ সময় পা পিছলে সে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বিকেলে দেড় ঘণ্টার প্রচেষ্টায় তার লাশের সন্ধান মেলে।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস পরিদর্শক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘মোমিনুলের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুনিরুজ্জামান বলেন, ‘ঘটনার সময় মোমিনুলের সঙ্গে একটি ছেলে ও তার চাচা ছিল। তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মোমিনুল ইসলাম (১৭)। আজ রোববার দুপুরে মোহনপুর রাবার ড্যামে এই দুর্ঘটনার ঘটে।
মোমিনুল ইসলাম দিনাজপুর পৌরসভার ফুলবাড়ী বাসস্ট্যান্ড লাইন পাড় এলাকার ধলা মিয়ার ছেলে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও দিনাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোমিনুলসহ কয়েকজন মিলে দুপুরে মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে আত্রাই নদীর মাঝখানে সেতুর পুরাতন একটি খুঁটিতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করে মোমিনুল। এ সময় পা পিছলে সে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বিকেলে দেড় ঘণ্টার প্রচেষ্টায় তার লাশের সন্ধান মেলে।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস পরিদর্শক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘মোমিনুলের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুনিরুজ্জামান বলেন, ‘ঘটনার সময় মোমিনুলের সঙ্গে একটি ছেলে ও তার চাচা ছিল। তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
৯ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেরাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। আর শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার বেশ কয়েকজনকে
২৬ মিনিট আগেলক্ষ্মীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী এক নারী লজ্জায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। ২৩ জুলাই সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় ধর্ষণের এই ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে