রংপুর প্রতিনিধি
রংপুর শহরে একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে নুর আলম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, আগুন নেভানোর জন্য পাশের বাড়ির ছাদে উঠতে গেলে কাউকে উঠতে দেননি ওই বাড়ির গৃহকর্তা মাজেদ মিয়া। কিন্তু নুর আলম আগুন নেভাতে ওই বাড়ির ছাদে উঠলে মাজেদ মিয়া তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে তাঁর মৃত্যু হয়।
এদিকে তরুণের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাজেদ মিয়ার স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাজেদ মিয়া।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর খামার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নুর আলম খামার মোড় এলাকার বাদল মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রংপুর নগরীর খামার মোড় এলাকার তাবলিগ জামাত মসজিদ সংলগ্ন ফকির চান মিয়ার টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অন্যান্যদের সঙ্গে আগুন নেভাতে যান নুর আলমও। তিনি অগ্নিকাণ্ডের শিকার ফকির হোসেনের বাড়ির গা ঘেঁষা মাজেদ মিয়ার বাড়ির ছাদে উঠে আগুনে পানি ঢালতে থাকেন। এ সময় ছাদ থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
তবে প্রত্যক্ষদর্শী ও নিহত নুর আলমের পরিবারের অভিযোগ, আগুন নেভাতে নুর আলম মাজেদ মিয়ার ছাদে ওঠেন। এ সময় আগুনে পানি ঢালতে গেলে ছাদে থাকা মাজেদ মিয়া ক্ষিপ্ত হয়ে নুর আলমকে ধাক্কা দেন। নুর আলম নিচে পড়ে মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
খামার মোড় এলাকার স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ‘আগুন নেভানোর সময় মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করেছে। যে সেখান থেকে পেরেছে আগুনে পানি ঢেলেছে। কিন্তু মাজেদ মিয়া তাঁর ছাদে কাউকে উঠতে দেয়নি। নুরকে ভালো কাজ করতে এসে প্রাণ দিতে হলো। আমরা এর সঠিক বিচার চাই।’
নুর আলমের মা নুর নাহার বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে আগুন নেভাতে গিয়েছিল। মানুষের উপকার করতে গেছিলো এটা তার অপরাধ। পানি ঢালতে কলিজাটা মোর মাজেদের ছাদে উঠছিল। ওই জন্যে মাজেদ তার ছাদ থেকে আমার কলিজার টুকরাকে ধাক্কা দিয়া মারি ফেলছে। আমি মাজেদ মিয়ার ফাঁসি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত মাজেদ মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রংপুর শহরে একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে নুর আলম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, আগুন নেভানোর জন্য পাশের বাড়ির ছাদে উঠতে গেলে কাউকে উঠতে দেননি ওই বাড়ির গৃহকর্তা মাজেদ মিয়া। কিন্তু নুর আলম আগুন নেভাতে ওই বাড়ির ছাদে উঠলে মাজেদ মিয়া তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে তাঁর মৃত্যু হয়।
এদিকে তরুণের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাজেদ মিয়ার স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাজেদ মিয়া।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর খামার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নুর আলম খামার মোড় এলাকার বাদল মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রংপুর নগরীর খামার মোড় এলাকার তাবলিগ জামাত মসজিদ সংলগ্ন ফকির চান মিয়ার টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অন্যান্যদের সঙ্গে আগুন নেভাতে যান নুর আলমও। তিনি অগ্নিকাণ্ডের শিকার ফকির হোসেনের বাড়ির গা ঘেঁষা মাজেদ মিয়ার বাড়ির ছাদে উঠে আগুনে পানি ঢালতে থাকেন। এ সময় ছাদ থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
তবে প্রত্যক্ষদর্শী ও নিহত নুর আলমের পরিবারের অভিযোগ, আগুন নেভাতে নুর আলম মাজেদ মিয়ার ছাদে ওঠেন। এ সময় আগুনে পানি ঢালতে গেলে ছাদে থাকা মাজেদ মিয়া ক্ষিপ্ত হয়ে নুর আলমকে ধাক্কা দেন। নুর আলম নিচে পড়ে মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
খামার মোড় এলাকার স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ‘আগুন নেভানোর সময় মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করেছে। যে সেখান থেকে পেরেছে আগুনে পানি ঢেলেছে। কিন্তু মাজেদ মিয়া তাঁর ছাদে কাউকে উঠতে দেয়নি। নুরকে ভালো কাজ করতে এসে প্রাণ দিতে হলো। আমরা এর সঠিক বিচার চাই।’
নুর আলমের মা নুর নাহার বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে আগুন নেভাতে গিয়েছিল। মানুষের উপকার করতে গেছিলো এটা তার অপরাধ। পানি ঢালতে কলিজাটা মোর মাজেদের ছাদে উঠছিল। ওই জন্যে মাজেদ তার ছাদ থেকে আমার কলিজার টুকরাকে ধাক্কা দিয়া মারি ফেলছে। আমি মাজেদ মিয়ার ফাঁসি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত মাজেদ মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, বইটি রচনা ও সম্পাদনার সঙ্গে থেকে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জন সরকারি কর্মকর্তা পদ, অর্থ, ফ্ল্যাটসহ নানান সুবিধা নিয়েছেন।
২ মিনিট আগেচট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ হালিশহর এলাকায় দুদিন ধরে পানি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। লক্ষাধিক লোকের বসবাস ওই এলাকায়।
৯ মিনিট আগেচিকিৎসকের ওপর হামলা ও কর্মস্থলে নিরাপত্তাহীনতার অভিযোগে আজ রোববার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকেরা। এতে চিকিৎসাসেবা নিতে আসা হাসপাতালে রোগীরা দুর্ভোগে পড়েছে।
১২ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু খালে স্থানীয় এক জেলের জালে একটি বিদেশি এসএলআর অস্ত্র ও ১৩টি গুলি উঠে এসেছে। পরে সেগুলো ৩৪ বিজিবির সদস্যদের কাছে জমা দেওয়া হয়েছে। রোববার (১৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সীমান্তের ৩১ নম্বর পিলারের পূর্বদিকে শূন্যরেখায় প্রবাহিত খালে মাছ ধরতে গিয়ে এ ঘটনা
১৮ মিনিট আগে